: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেয়েদের অডিআই সিরিজের জন্য দল ঘোষণা করলো বিসিসিআই । এই সিরিজের সবথেকে বড় চমক শেফালি বর্মা ।টানা খারাপ ফর্মের জন্য বাদ দেয়া হয়েছে তাকে। দলে ফিরেছেন বাংলার রিচা ঘোষ। সম্প্রতি পরীক্ষার জন্য তিনি জাতীয় দল থেকে দূরে ছিলেন। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন ব্যাটার প্রিয়া পুনিয়া, ব্যাটিং অলরাউন্ডার হার্লিং দেউল, অফ স্পিনার মিন্নু মানি ও পেসার তিতাস সাধু। ডিসেম্বরের ৫,৮ ও তার ১১ তারিখে হবে তিনটি ম্যাচ। শেফালী বার্মা রানের মধ্যে নেই চলতি বছর ছটি ওডিআই ম্যাচ খেলে মাত্র ১০৮ রান করেছেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়া সিরিজের পর তিনি বাদ পড়েছিলেন এবার অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়লেন। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে প্রিয়াপুনিয়া ভারতে দলের স্থান পেয়েছে ডাক পেয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল ,আনক্যাপড প্লেয়ার সায়ালি সাতঘারে ও ব্যাকআপ উইকেট কিপার উমা ছেত্রী । ভারতের ক্রিকেটের চেনা নাম হার্লিন দেওল সুযোগ পেয়েছেন এবার প্রায় এক বছর বাইরে থাকার পর তিনি ডাক পেয়েছেন ২০১৯ সালে ওডিআই তে অভিষেধ করেছেন এবং মাত্র তিনটি ওডিআই খেলেছেন একই ছবি তিতার সাধুর ক্ষেত্রেও। তিনি দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেললেও এখনো ওডিআই খেলেননি। তিনি এবার ব্যাক পেসার হিসেবে সুযোগ পেয়েছেন। রেনুকা সিং ও অরুন্ধতী রেড্ডি পেস আক্রমনকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া থাকবেন সাইমা ঠাকোর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post