আজ ভিয়েতনামের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। প্রাক মরসুমের প্রস্তুতি সেরে আপাতত সব ফুটবল দলেরাই মোট শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটি দলেরই তিনটি করে আইএসএল ম্যাচ খেলা হয়ে গেছে । স্বাভাবিকভাবে ধীরে ধীরে শারীরিক সক্ষমতা গত মাসে যা ছিল তার থেকে অনেকটাই বেড়েছে বলে মনে করছেন জাতীয় কোচ মানলো। জাতীয় দলের পাশাপাশি এফ সি গোয়ার দায়িত্ব পালন করার সুবাদে আই এস এল এর সব ক্লাবের ফুটবলারদের তথ্য দর্পণে মানোলোর। মানোলো জানিয়েছেন, প্রাক মরসুম প্রস্তুতির সময় যে অবস্থায় ছিল সবাই এখন তার থেকে আমাদের ছেলেরা শারীরিকভাবে অনেক ভালো জায়গা রয়েছে। যদি এখনো মরসুমর সবে শুরু হয়েছে। এটুকু বলা যেতে পারে দেশের সেরা ফুটবলার ডাক পেয়েছে। তাই ভিয়েতনামের বিরুদ্ধে সেরা দলই নামবে”। মানোলোর জাতীয় দল নির্বাচনেও সিনিয়র জুনিয়র এর মিছিল দেখা যাবে এবার। আকাশ সাঙ্গুয়ান , লাল দিলিয়ানা হামতে র মত তরুণ ফুটবলারদের পাশাপাশি তিন বছর পর জাতীয় দলের ডাক পেয়েছে ফারুক চৌধুরী। যিনি এবার আইএসএলে দারুণ ফর্মে রয়েছেন। ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেয়েছেন মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। তিনিও ডাক পেয়েছেন এর আগে ঠিক ছিল ভিয়েতনামের খেলা হবে ত্রিদেশীয় সিরিজ অর্থাৎ দুটি ম্যাচ কিন্তু কয়েকদিন আগে লেবানন নাম প্রত্যাহার করে নেওয়ায় দুটি ম্যাচ খেলা হচ্ছে না ভারতের ।আপাতত ১২ই অক্টোবর একটি ম্যাচ খেলতে হচ্ছে তাদের। সফরের প্রথম ম্যাচটি ছিল ৯ অক্টোবর। তবে এই ম্যাচটি বাতিল হয়ে যাওয়া য় খুব একটা খুশি নন মানোলো। ভারতীয় ফুটবল দল ২০২৪ সালে এখনো পর্যন্ত একটি মাত্র ম্যাচ জিতেছে এই বছর তাদের হাতে খুব বেশি ম্যাচ বাকি নেই। তাই এই ম্যাচ জেতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত ভিয়েতনাম তিনবার মুখোমুখি হয়েছে। যেখানে ভিয়েতনাম দুইবার জিতেছে এবং ভারত একবার জিতেছে কোন মেসির ড্র হয়নি ভারতের জন্য এই ম্যাচটি সমীকরণ বদলানোর সুযোগ হতে পারে বিশেষ করে নতুন কোচের অধীনে। ম্যাচটি ভারতীয় সময় বিকেল চারটে ত্রিশ মিনিটে শুরু হবে এবং এটি ফ্যান কোড অ্যাপে লাইভ স্ট্রিম করা যাবে।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post