: শারদ উৎসব শেষ। প্রতীক্ষা আসন্ন ডার্বি উৎসবের । তবে দু দলের দিকে তাকালে স্পষ্ট দুটি ভিন্ন ছবি ফুটে উঠবে ।চার ম্যাচে দুটি জয় একটি হার ও একটি ড্র সহ সাত পয়েন্ট পেয়ে তালিকার চার নম্বরে মোহনবাগান। তুলনায় ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত চারটি ম্যাচে একটি তো পয়েন্ট না পাওয়ায় একেবারেই ভালো অবশ্যই নেই। চার ম্যাচে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি নন্দকুমাররা । পুজোর ছুটি কাটিয়ে সোমবার থেকে বড় ম্যাচের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল মোহনবাগান এসজি দলের ।সপ্তমী থেকে দশমী পর্যন্ত ফুটবলারদের পূজার ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ মলিনা ।ছুটি কাটিয়ে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন বাগান ফুটবলাররা ।আগামী পাঁচ দিন বড় ম্যাচের জন্য চূড়ান্ত প্রস্তুতি সারবেন শুভাশীষ ম্যাকলারেনরা। নতুন কোচ অস্কার ব্রুজোর কলকাতায় আসা নিশ্চিত নয় ডার্বির আগে। ডার্বিতে রিজার্ভ বেঞ্চে যদি এই স্প্যানিশ কোচ না বসেন তাহলে চাপে পড়বে স্টপগ্যাপ কোচ বিনো জর্জ। কারণ টানা ৪ ম্যাচ হেরে শুন্য পয়েন্টে থাকা ইস্টবেঙ্গল এখন দিক টেবিলে সবার শেষে, ১৩ নম্বরে। তেরোর গেলো কাটানোর জন্য স্পেন থেকেই অস্কার ভার্চুয়াল টিপস দিচ্ছেন টিমকে ।জানা গিয়েছে তার দুই সহকারী বিনো ও দিমাস বেলগাদকে ফোনেই নির্দেশ দিচ্ছেন ট্রেনিং সিডিউল নিয়ে। লাল হলুদের ভালো খবর চোট সারিয়ে পুরো ফিট আই এস এল এর গোল্ডেন বুট জয়ী দিয়াুমানতাকোস । মোহনবাগানের চিন্তা তাদের ডিফেন্ডার আলবাতো রডরিগেসের এখনো ফিট না হওয়া নিয়ে। মঙ্গলবার প্র্যাকটিসে ও দেখা গেল তিনি মাঠের বাইরে রিহ্যাবে। এরই মধ্যে টিকিটের চাহিদা বাড়ছে অনলাইনে ৩০০ ৪০০ও ৫০০ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আজ বুধবার থেকে দুই ক্লাবের টেন্ট থেকে সকাল ১১ টা থেকে ৬ টা পর্যন্ত অফলাইনে টিকিটের দেয়া হবে .।না ফুরনো পর্যন্ত টিকিট দেওয়া হব ১৯ অক্টোবর পর্যন্ত।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post