: ডার্বির আগে পাশাপাশি দুটো মাঠে মোহনবাগান আর ইস্টবেঙ্গল ট্রেনিং করছে আগে দেখা যায়নি। ১৯ অক্টোবর আইএসএলের প্রথম পর্বে এই ডুয়েলের আগে কিন্তু দুই প্রধানের প্র্যাকটিস চলছে যুবভারতী লাগোয়া ট্রেনিং গ্রাউন্ডে। আগে ঠিক ছিল মোহনবাগান সুপার জায়ান্ট তাদের শেষ দুটি প্র্যাকটিস সেশন নিজেদের মাঠে করবে। কিন্তু যা পরিস্থিতি তাতে মলিনা টিম নিয়ে ময়দানে ফিরছেন না। সল্টলেকেই বড় ম্যাচের প্রস্তুতি সারবেন শুভাশিসরা…. প্র্যাকটিসে নিজেদের গোপনীয়তা বজায় রাখতে সেক্ষেত্রে বিনো জর্জের টিম সল্টলেক ছেড়ে ময়দানে ফিরে আসতে চলেছে। তাদের শেষ দুটো ট্রেনিং ইস্টবেঙ্গল মাঠেই হওয়ারই সম্ভাবনা। ডার্বির আগে লাল হলুদের রাগঢাক চলছে নতুন কোচ অস্কার ব্রুজোর শহরে আসা নিয়েও। ফুটবলাররাও জানেন না নতুন কোচ ঠিক কবে এসে তাদের দায়িত্ব নেবেন। মোহনবাগানের বিরুদ্ধে অস্কার আদৌ থাকবেন কিনা। তবে টানা চার ম্যাচে হারের পর জয়ের মুখ দেখার জন্য ক্লিনটন নন্দরা স্টপগ্যাপ কোচ বিনোর কাছেই তৈরি হচ্ছেন। ইস্টবেঙ্গলের দুর্বল ডিফেন্সের সুযোগ নিতে মোহনবাগান কোচ মোলিনা প্র্যাকটিসে জোর বাড়িয়েছেন তার অ্যাটাকিং লাইনে। উইং প্লে তে ঝড় তুলে প্রতিপক্ষের গোলের মুখ খুলতে বিচিত্র্য আনতে চেষ্টা করছেন মলিনা। মোহামেডান ম্যাচে নেমে গোল পাওয়া টিমের সবচেয়ে দামি তারকা জেমি ম্যাকলারেন মোহনবাগান মিডিয়াকে বলেছেন, গত মৌসুমের মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি আমি দেখেছি টিম জয় ফিরছে। যা এই দাবি আগে আমাদের মনোবল বাড়িয়েছে। চোট সারিয়ে প্র্যাকটিস করলেন ডিফেন্ডার আলবার্তো রড্ডার্বিতে তার খেলা নিয়ে সংশয় কেটে গিয়েছে। বুধবার বিকেলে বৃষ্টিতে দুই প্রধানের প্র্যাকটিস ব্যাহত হয়।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post