এবার আইপিএলের নিলামে রাতারাতি ধনকুবের হয়েছেন দেশের ক্রিকেটাররা । ১২০ জন ভারতীয় ক্রিকেটারকে নিতে খরচ করেছে ৩৮৩.৪ কোটি টাকা। হ্যাঁ এটাই বাস্তব! এই তালিকায় এমন এক ভারতীয় রয়েছেন যার ৫৫০% বেতন বেড়েছে এই নিলামে। কে সেই ক্রিকেটার ?কোন ফ্রাঞ্চাইজের দৌলতে তার ভাগ্য বদলে গেল! এবার নিলামের ঋষভ২৭ কোটি টাকা পেয়েছেন শ্রেয়সের পকেটে ঢুকেছে ২৬.৭৫ কোটি টাকা। ভেঙ্কটেশ আইয়ার ২৩.৭৫ কোটি টাকা পেয়েছেন। তবে তারা কেউই জিতেশ শর্মার ধারে কাছে আসতে পারবেন না। তার ৫৫০০% বেতন বৃদ্ধি হয়েছে। যা আইপিএলে সর্বকালের রেকর্ড। এই ডান হাতি উইকেটরক্ষক ব্যাটারকে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। পাঞ্জাব কিংস জিতেশ কে কুড়ি লাখ টাকায় নিয়েছিল ২০২২এর মেগা নিলামে । ২০২৩ -২৪ মরশুমেয় এই টাকায় তারা জিতেস কে ধরে রেখেছিল। কিন্তু এবার পাঞ্জাব জিতেশ কে রিটেন করেনি। ফলে জিতেশ নিজের নাম নিলামে তোলেন ।বাকিটা ইতিহাস। ২০২২ সালে আইপিএলের অভিষেক হয় জিতেশের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০২২ ও ২৩ মরসুমে পাঞ্জাবের হয়ে যথাক্রমে ১৬৩ ও১৫৬ স্ট্রাইক রেটে স্কোর করেছিলেন।২০২৩ মরসুমে ২১ টি ছক্কা মেরেছিলেন। এই ধরনের ক্রিকেটই তাঁকে উইকেট রক্ষক এবং ফিনিশ্যাল হিসেবে জাতীয় টি-টোয়েন্টি দলে ঢুকিয়ে দেয়। শিখর ধাওয়ানের চোটের কারণে জিতেশ কে সহ অধিনায়ক করেছিল পাঞ্জাব। জিতেশ এমন এক ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার যার নির্দিষ্ট দক্ষতা রয়েছে। তিনি সেই বিরল ক্রিকেটারদের মধ্যেই একজন যে ফিনিশারের ভূমিকা খুব ভালোভাবে পালন করতেন স্বাচ্ছন্দে। যা খেলার ক্ষুদ্রতম সংস্করণে রীতিমতো কঠিন। ঠিক এই কারণেই তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাবনায় ।চলতি মাসের শুরুতে ভারত টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাতে ৩-১ব্যবধানে হারিয়েছে। সেই টিমে ছিলেন জিতেশ। দীনেশ কার্তিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেওয়ায় আরসিবির একজন প্রকৃত উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল। ফলে আরসিবির উইকেটরক্ষক ইউ ব্যাটার হিসাবে খেলতে পারবেন, এবং লোয়ার অর্ডারে ব্যাট ও করতে পারবেন।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more
Discussion about this post