আইপিএল নিলামের তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। জেড্ডায় দেয় সেই নিলমে অবিকৃত থাকার দুদিনের মধ্যেই নিজেকে ভারতীয় ক্রিকেটে আলোচনা কেন্দ্রে নিয়ে এলেন উর্বিল প্যাটেল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বুধবার ২৮ বলে সেঞ্চুরি করে গড়লেন নতুন নজির। ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুতগতি টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন উর্বিলই। ইন্দরে ত্রিপুরার বিরুদ্ধে সব মিলিয়ে ৩৫ বলে ১১৩ রানের নট আউট উর্বিলের ইনিংসে সাজানো ৭টি বাউন্ডারি এবং ১২টি ওভার বাউন্ডারিতে। মজার ব্যাপার হল নিলামে আনসোল্ড উর্বিল এদিক যাঁকে টপকে গেলেন তিনি ২৭ কোটি টাকায় লখনৌ সুপার জায়েন্টসে যোগ দেওয়া ঋষভ পন্থ। ২০১৮ সালে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে সেঞ্চুরি করেন। ভারতীয়দের মধ্যে সেটাই এত দিন ছিল দ্রুততম সেঞ্চুরি, সার্বিকভাবে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সুনীল চৌহান। এস্তোনিয়ার হয়ে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ সেঞ্চুরি রয়েছে সুনীলের। আরসিবির হয়ে গেইল ২০১৩ সালে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার দেখার আইপিএলের আগে অন্য কোন ক্রিকেটারের চোট আঘাতের সমস্যা জেরে কোন ফ্রাঞ্চাইজিতে শেষ মুহূর্তে তার জায়গা হয় কিনা,?
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post