২০১৯ সাল থেকে ২০২৪, গত পাঁচ বছরে একাধিক বার বউবাজার নিয়ে সমস্যায় পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। আর দীর্ঘ দিন ধরেই একটি প্রশ্নের মুখে পড়তে হয়েছে, যে এসপ্ল্যানেড ও শিয়ালদহ মেট্রো পরিষেবা কবে চালু হবে? বিভিন্ন জটিলতার কারণে আটকে থাকা এই অংশের পরিষেবা খুব শীঘ্রই চালু হবে, আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। তাঁদের একাংশের মতে, আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে পরিষেবা।
উল্লেখ্য, বারবার কাজ করতে গিয়ে মাটির নীচে লুকানো জলস্তর থেকে জল বেরিয়ে আসায় সুড়ঙ্গ তৈরির কাজে সমস্যা তৈরি হয়। একের পর এক বাড়ি মাটির ওপরে ভেঙে পড়ে এলাকায়। সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হলেও, বিপত্তি তৈরি হয় এক সুড়ঙ্গ থেকে পাশের সুড়ঙ্গতে যাওয়ার রাস্তা বানাতে গিয়ে ৷ যদিও বর্তমানে সেই কাজ সম্পন্নও হয়েছে। তবে যেহেতু শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দূরত্ব ২কিলোমিটারের বেশি তাই এর মাঝে স্টেশন করার জায়গা না পেয়ে আপৎকালীন পরিস্থিতির জায়গা বানানোর কাজ শুরু হয়ে গেছে।
প্রসঙ্গত, বৌবাজার এলাকায় মেট্রো পরিষেবার দরুন বিপত্তি এড়াতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিশেষ ব্যবস্থা পরিদর্শন করলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। সঙ্গে ছিলেন KMRCL-এর এমডি অনুজ মিত্তল। তারা দীর্ঘ সময় টানেল পর্যবেক্ষণ করেন ৷ লোহার বেড় বসানোর কাজ প্রায় শেষ। এখন দ্রুত চলছে সুড়ঙ্গ জুড়ে লাইন পাতার কাজ।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। এবার দ্রুত এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথ জুড়লেই হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। যার ফলে নিত্যযাত্রীর যাতায়াতে হয়রানি অনেকটাই কমবে।
Discussion about this post