ভারতীয় ফুটবল মানচিত্রে বিজয় ছেত্রী এখন একটি উল্লেখযোগ্য নাম। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে নাম লেখানো ভারতীয় ফুটবলের সংখ্যা হাতে গোনা। বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী , গুরপ্রীত সিং এবং সন্দেশ ঝিংঘানের মতো তারকাদের পথ অনুসরণ করে এবার বিজয় ছেত্রী উরুগুয়ে ক্লাব কোলন এফসিতে নাম লেখালেন। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের এই ক্লাবে তার সাম্প্রতিক পারফরমেন্স দেশের ফুটবল প্রেমীদের মধ্যে উচ্ছাস সৃষ্টি করেছে। ফুটবল ক্যারিয়ার শুরুটা হয়েছিল ইন্ডিয়ান অ্যারোজের হয়ে তারপর চেন্নাই সিটি এফসি এবং রিয়েল কাশ্মীর হয়ে বিজয় পৌঁছে গিয়েছিলেন শ্রীনিধি ডেকানের শিবিরে। শ্রীনিধি বিকানে তাঁর অসাধারণ পারফরম্যান্স নজরে আসে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলির। ২০২২ সালে চেন্নাইয়ান এফ সি তাঁকে দলে নেয়। উরুগুয়ের লিগ ম্যাচে কোলন এফ সি র জার্সিতে লালুজ এফসির বিরুদ্ধে মাঠে নামেন বিজয় ছেত্রী ১৫ ই নভেম্বর ।ম্যাচের ফলাফল কোলন এফসির পক্ষে ৫-০ । বিজয়ের অভিষেক ম্যাচে এই বড় জয় নিশ্চিত করে তাঁর দলের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই ম্যাচে বিজয়ের খেলা রক্ষণভাগে দুর্দান্ত প্রভাব ফেলে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো এবং বল বিলি করার দক্ষতা মুগ্ধ করেছেন কোচ থেকে শুরু করে ক্লাব সমর্থকদের । তাঁর ঠান্ডা মাথায় খেলা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন যে তিনি বড় মঞ্চের জন্য তৈরি । বিজয়ের বিদেশি ক্লাবের খেলার ঘটনায় তরুণ প্রজন্ম আরও অনুপ্রাণিত হবে। বিশেষত রিজার্ভ লিগ এবং আইএসএলে খেলার স্বপ্ন দেখানো ফুটবলাররা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবে যে, কঠোর পরিশ্রম করলে বিদেশী ক্লাবের দরজা খুলে যেতে পারে। বিজয়ের দাদা, অজয় কলকাতা ফুটবলের চেনাবো ইস্টবেঙ্গলের জার্সিতে মোহনবাগানের বিরুদ্ধে গোল রয়েছে অজয় ছেত্রীর। বিজয় ছেত্রীর উরুগুয়েতে অভিষেক ভারতীয় ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত তার এই যাত্রা দেশের তরুণ ফুটবলারদের জন্য পথ দেখাবে। কোলনে এফ সির হয়ে তার ধারাবাহিক পারফরমেন্স যদি এইভাবে এগিয়ে চলে ,তবে শুধু উরুগুয়ের লিগেই নয় ইউরোপের বড় লিগেও হয়তো শীঘ্রই ভারতীয় ফুটবলের পতাকা উড়বে।
গ্রীষ্মের মরসুমের টানা ৭টি টেস্ট জাতীয় দলের হয়ে মাঠে নামবেন প্যাট কামিংস ,জস্ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। পাকিস্তানের বিরুদ্ধে তিন...
Read more
Discussion about this post