সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটে শনিবার থেকেই ভেসে আসছে অজস্র ছবি। কোথাও বিরাট উদ্দাম নাচছেন, কোথাও ফেস টাইমে কথা বলছেন সন্তানদের সঙ্গে। আবার কোথাও হেড কোচ রাহুলের বুকে শিশুর মত মাথা গুঁজে দিয়েছেন । আবার রোহিত মেয়েকে কাঁধে চাপিয়ে ঘুরছেন মাঠ, স্নেহ চুম্বন এঁকে দিচ্ছেন পান্ডিয়ার গালে।সেই পান্ডিয়া, যার নেতৃত্বে খেলতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে। শেষ তার হাতে বল তুলে দিতে ভাবেননি রোহিত। শনিবারের বার্বিডোজে দাঁড়ি পড়ল ভারতীয় ক্রিকেটের এক রোমাঞ্চকর চ্যাপ্টারের। তিন বছরের কোচিং জীবন শেষে ট্রফি হাতে বিদায় কোচ রাহুল। সঙ্গে প্রতিভাবান ক্ষুধার্ত এক প্রজন্মের তিন কিংবদন্তি। বিরাট রোহিত আর জাদেজা।
বিরাটের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হচ্ছে ফাইনালের ওই ৭৬ দিয়ে। বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ওয়ানডে বিশ্বকাপ ,টি-টোয়েন্টি বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন ট্রফি জয়ী টিমের সদস্য। আবার রোহিত বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন প্লেয়ার ও ক্যাপ্টেন হিসেবে। ম্যাচ শেষে প্রেসের সামনে টি-টোয়েন্টি থেকে অবসর ,রবিবার ।একই রাস্তায় হেঁটেছেন রবীন্দ্র জাদেজাও ।গোটা টিমের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার বোর্ডের ।তবে ২০২২ বিশ্বকাপের পর থেকেই রোহিত বিরাট কে টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে রাখতে চেয়েছিল বোর্ড ।কিন্তু ২০২৩ বিশ্বকাপের সময় হার্দিকের চোটে বদলে যায় ছবি। বিশ্বকাপের কথা ভেবেই টিমে ফেরানো হয় রোহিত বিরাটকে। অভিজ্ঞতাকে পুরো অস্বীকার করতে চাইনি বোর্ড। ফাইনালে বিরাটের ব্যাট থেকে এলো ৫৯ বলে ৭৬ রান।
বিদায় নিয়ে বিরাট বলেছেন, “আমি আর রোহিত বহুবার নিজেদের মধ্যে আলোচনা করেছি। যাওয়ার আগে এই ট্রফিটা দিয়ে যেতে হবে। সেটা অবশেষে এলো। আমার ৬ নম্বর বিশ্বকাপ ,রোহিতের ৯ নম্বর । ট্রফিটা ওর প্রাপ্য ।এখন নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় । কি দিয়ে এলেন বিরাট-রোহিত জাদেজা ?বিরাট মানে চিরকালের বিগ ম্যাচ প্লেয়ার আগ্রাসনের সঙ্গে স্কিলের আশ্চর্য সহাবস্থান ।রোহিত চিরকালের খামখেয়ালী শিল্পী ক্যাপ্টেন হিসেবে চূড়ান্ত বেহিসেবে পরিণত। এই বিশ্বকাপে ততটা সফল না হলেও জাদেজা এখনও সব ফরমাটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার । বিরাট রোহিত জাদেজার শূন্যস্থান কারা করবেন চিন্তার কোনও কারণ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে নেই। শুবমান, তিলক, অভিষেকরা আছেন, থাকবেন। বারবার একটা অধ্যায় শেষ হলো মাত্র। নতুন অধ্যায় লেখার জন্য তৈরি ভারতীয় ক্রিকেট।
Discussion about this post