: আবার আরসিবির ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে বিরাট কোহলি কে। এখনো বিশ্বাস করতে পারছে না অনেকেই। কিন্তু আইপিএলের দুনিয়ার সব কিছু স্বম্ভব। তাই সব হিসাব উল্টে দিয়ে আবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্যাপ্টেন হিসেবে ফিরছেন বিরাট কোহলি। গত মরসুমটা খারাপ গিয়েছে । বিশ্ব ক্রিকেটের সুপারস্টার আবার আরসিবির হটসিটে বসে চলেছেন। ২০১৩ সালে আরসিবির ক্যাপ্টেন হয়েছিলেন। ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন ।এই পর্বে ১৪৩ টা ম্যাচে টিমকে নেতৃত্ব দিয়েছেন বিরাট ।তার মধ্যে ২০১৬ সালের খেতাব জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বিরাট। তিনি দায়িত্ব ছাড়ার পর ফাক দুপ্লেসিকে দেওয়া হয় নেতৃত্ব। কিন্তু কাঙ্খিত সাফল্য আসেনি। তার মধ্যে ফাকের যথেষ্ট বয়স বেড়েছে। তার বিকল্প হিসেবে নতুন মুখের কথা ভাবা হচ্ছিল। কিন্তু এমন কাউকে টিম তুলে ধরতে চাইছিল যিনি মুখ হবেন। টিমকে অনুপ্রাণিত করতে পারবেন, সমর্থকদের আবার স্বপ্ন দেখাতে পারবেন। বিরাটের থেকে ভালো নেতা আর কে হতে পারতেন। তবে বিরাটের সম্মতি পাওয়া ছিল বড় ব্যাপার। সূত্রের খবর অনুযায়ী ফ্রাঞ্চাইজি কর্তারা বেশ কয়েকবার আলোচনায় বসার পর শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন বিরাট।এর একটা অন্য দিক থাকতে পারে। ক্রিকেট জীবনের প্রায় শেষের দিকে চলে এসেছেন বিরাট। কিন্তু কখনো আইপিএল জিতেননি ।বিরাটের মত বড় মাপের ক্রিকেটারের কাছেই আক্ষেপের তা মেটাতে চান তিনি ,ত ক্যাপ্টেন্সি ফিরিয়ে নেওয়ার মধ্যে দিয়েই প্রমাণ হয়ে যাচ্ছে ।খবর অনুযায়ী বিরাট যদি সত্যিই নেতৃত্বে ফেরেন তাহলে কিন্তু সমর্থকরা ও নতুন করে তেতে যাবেন।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post