২০২৪ আইপিএল জয়ী দল কেকেআর বড় বদল আনতে চলেছে? শ্রেয়াস আইয়ার ২০২৫ এ কেকেআর চেয়ে এর অধিনায়ক হবেন না বলে খবর রয়েছে। এখন আইয়ারের জায়গায় নতুন অধিনায়ক পাবে দল। ফ্রেনচাইজি খুব তাড়াতাড়ি সেটা ঘোষণা করতে পারে। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদবের সঙ্গে যোগাযোগ করেছে ।কলকাতার নাইট রাইডার্স কেকেআর সূর্য কুমারকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছে। অনেক মিডিয়া রিপোর্টে সূর্য কুমারের কেকেআরের অধিনায়ক হবার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে । ৩৩ বছর বয়সী সূর্য কুমার যাদব আই পি এ ২০২৪ এ মুম্বাই ইন্ডিয়ান্স দলের একজন অংশ ছিলেন ।অনেকদিন ধরে মুম্বাইয়ের হয়ে খেলছেন তিনি। সূর্য এখন টি-টোয়েন্টি বিশ্বের এক নম্বর ব্যাটার। টি-টোয়েন্টি ইন্ডিয়া টিমের অধিনায়ক সূর্য কুমার ,এর আগে কলকাতা নাইট রাইটারসের হয়েও খেলেছেন।
আইপিএল ২০২৫ এর আগে মেগা নিলাম এর আয়োজন করা হবে ।এর আগে মেগানিলামে দল গুলো মাত্র চারজন খেলোয়ারকে ধরে রাখতে পারত। তবে এখন খবর আছে যে আইপিএল দল গুলো ছয় খেলোয়াড় কে ধরে রাখার অনুমতি দিয়েছি এমন পরিস্থিতিতে শব্দ দলকে ৬ জন খেলোয়াড় ধরে রেখে বাকিদের ছেড়ে দিতে হবে। কেকেআর সূর্য কুমার যাদব কে মুম্বাই ইন্ডিয়ান্সের লেনদেন করতে পারে । একটি বাণিজ্যিক চুক্তিতে একজন কেকেআর খেলোয়াড় মুম্বাইয়ে যেতে পারে বা কেকেআর সূর্যের টাকা মুম্বাইকে দিতে পারে। এর আগে অনেক খবর ছিল যে মুম্বাই ইন্ডিয়াস এর অনেক সিদ্ধান্তে খুশি নন সূর্য কুমার যাদব ।এমনকি আসন্ন মরসুমের আগে মুম্বাই সূর্যকে মুক্তি দেবে এমন খবরও ছিল। যাইহোক সূর্য কুমার যখন টিমের অধিনায়ক হন তখন খবর ছিল মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিকের জায়গায় সূর্য কুমারকে অধিনায়ক করবে। এই মুহূর্তে যাই ঘটুক না কেন আইপিএল ২০২৫ অনেক উপায়েখুব উত্তেজনা পূর্ণ হতে চলেছে।
Discussion about this post