রোহিত শর্মার পর কে হবে ভারতীয় কোচ তা ঠিক করে ফেলল ভারতীয় বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই রোহিত শর্মা এই ফর্মাট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। একই সঙ্গে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। এরপরই জল্পনা বাড়ছিল রোহিতের অবর্তমানে ভারতীয় দলের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে ।তবে বিসিসিআই যে হার্দিক পান্ডিয়ার ব্যাপারে একটা মনস্হির করে রেখেছিল সেটা আগে থেকে বোঝা গিয়েছিল। হার্দিক এবার আইপিএলে ভালো কিছু করতে পারেনি। হাজার টানাপোড়নের পরেই পর তাকে মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছিল । হার্দিকের নেতৃত্বে মুম্বাই খুব খারাপ খেলেছিল। তারপরও তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই ভারতীয় দলের সহ অধিনায়কে করে পাঠানো হয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের হার্দিকের পারফরম্যান্স খুবই ভালো ছিল। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়ককরবে বলে স্থির করেছে বিসিসিআই। শুধু তাই নয় কার্যত রোহিত কে ব্রাত্য করে দিয়ে কে এল রাহুলকে ভারতের একদিনের দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে ।যদিও আনুষ্ঠানিকভাবে কথা ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক সুত্রে সংবাদমাধ্যমকে জানিয়েছে। কে এল রাহুল ভারতের। তবে রোহিত এখনও একদিনের ক্রিকেট থেকে অবসর নেয়নি ।তিনি কে এল রাহুলের অধিনায়কত্বে খেলবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। সেই কারণে রাহুলের ব্যাপারটা নিয়ে এখনো ফয়সালা না হলেও হার্দিকের অধিনায়কত্বের ব্যাপারটা আপাতত নিশ্চিত। বিসিসিআই এক সূত্রে এই ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেছেন ,”রোহিত t20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন থেকে অবসর নিয়ে নিয়েছেন এবার হার্দিক টিম নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবেন। আর রোহিতের অবর্তমানে কি এল রাহুল একদিনের ফরমেটে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ।
Discussion about this post