ভারতীয় ক্রিকেট দল ২০ষ সালের পর রাজনৈতিক কারণে পাকিস্তানের খেলতে যায়নি। বিসিসিআই ভারতীয় দলকে ২০২৫ সালের পাকিস্তানের অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে দিতে চান না ।ভারতের সবকটি ম্যাচই আয়োজন করা হয়েছিল প্রাথমিক পর্বে সব কটা ম্যাচ আয়োজন করা হয়েছিল লাহোরে। বিসিসিআই টুর্নামেন্ট কমিটির কাছে আবেদন করেছিল হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কা অথবা দুবাই রঅনুযায়ী ভারত যদি এই টুর্নামেন্টে না খেলে তাহলে পরবর্তীতে শ্রীলংকা চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পাবে। শ্রীলংকা প্রাথমিকভাবে প্রথম আট দলের কোয়ালিফাই করতে পারেননি এই টুর্নামেন্টের জন্য।
ভারত না খেললে তাদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খুলে যাবে। ২০০৮ সালের পর রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত পাকিস্তানের খেলতে যায়নি। পাকিস্তান শেষবার ভারতে এসেছিল ডিসেম্বর ২০১২ থেকে জানুয়ারি ২০১৩ সিরিজে। তারপর থেকে ভারত পাকিস্তান আইসিসি টুর্নামেন্টে এশিয়া কাপে পরস্পরের বিরুদ্ধে খেলেছিল। বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা মে মাসে জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ ভারত সরকার এখনো কোনো অনুমতি দেয়নি ।যদি ভারত সরকার তাদের অনুমতি দেয় তবেই আমরা পাকিস্তানের টিম পাঠাবো। ভারত না খেললে আইসিসি ক্রমানুযায়ী ভারতের পরিবর্তে শ্রীলংকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
Discussion about this post