আইপিএল তাকে আবিস্কার করেছে বললে খুব একটা ভুল বলা হবে না। কারণ আইপিএলে তার সাফল্য দেখার পরই, অস্ট্রেলিয়া তাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেয়। আইপিএল এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলে উত্তোরোত্তর তার তার খেলার শ্রীবৃদ্ধি ঘটে। পরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের অধিনায়কও হন।এবং প্রথম থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক।কিন্তু এখন কেন তিনি ওপেন করতে চাইছেন না। ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্টে ওপেন করেছেন তিনি। কিন্তু আর ইনিংস শুরু করতে চান না স্মিথ। নিজের পছন্দের চার নম্বর জায়গায় ফিরতে চান তিনি। যা জানিয়েও দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং প্রধান নির্বাচক জর্জ বেইলিকে ইন্ডিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ়ে কেন ওপেন করতে চান না তা নিজেই জানিয়েছেন স্মিথ।অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দীর্ঘ দিন চার নম্বরে ব্যাট করেছেন স্মিথ। ব্যাটিং অর্ডারের সেটাই তাঁর পছন্দের জায়গা। অস্ট্রেলিয়ার একটি দৈনিককে স্মিথ জানিয়েছেন, ‘‘আমাকে ব্যাট করার জন্য পছন্দের জায়গা জানাতে বলা হয়েছিল। আমি চার নম্বরে খেলতে চায় বলে জানিয়েছি। সঙ্গে বলেছিলাম, যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত। আমার কোনও জেদ নেই। তবে চার নম্বরই আমার জন্য সেরা জায়গা।’’ স্মিথ আরও বলেছেন, ‘‘সংবাদমাধ্যমে দেখছিলাম, আমাকে নাকি চার নম্বরে ব্যাট করতে অনুরোধ করা হয়েছে। সেটা ঠিক নয়। বলেছিলাম, আমাকে যেখানে বলা হবে সেখানেই খুশি মনে খেলব। তবে আমাকে পছন্দ করতে দিলে, চার নম্বর বলব।’’
ওয়ার্নারের অবসরের পর স্মিথকে দিয়ে ওপেন করানোয়, তাঁর চার নম্বরে ব্যাট করছিলেন ক্যামেরন গ্রিন। তিনি চোটের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। ফলে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফির আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়েও ভাবতে হচ্ছে। স্মিথ বলেছেন, ‘‘আমার নিজের নির্দিষ্ট কোনও পছন্দ নেই। দলই সম্ভবত আমাকে দিয়ে আর ওপেন করাতে চাইছে না। এমন একটা জায়গায় খেলাতে চাইছে, যেখানে খেললে কিছু রান করতে পারব। এটা ঠিক গ্রিন চোট পাওয়ায় চার নম্বরে একটা সুযোগ রয়েছে। আমার সঙ্গে যখন কথা হয়েছিল। তখন গ্রিনের চোট ছিল না। ওরা হয়তো আমাকে একটু নিরাপদ জায়গা দিতে চাইছে। মার্নাস লাবুশেন, উসমান খোয়াজার মতো ব্যাটার রয়েছে আমাদের। ওদের পরে আমাকে নামাতে চাইছে হয়তো।’’ উল্লেখ্য, চারটি টেস্টে ওপেন করেছেন স্মিথ। আটটি ইনিংসে ২৮.৫০ গড়ে করেছেন ১৭১ রান। জাতীয় দলের হয়ে দীর্ঘ দিন চার নম্বরে ব্যাট করেছেন স্মিথ। খেলেছেন সাফল্যের সঙ্গে। যদিও চার নম্বরে তাঁর গড় অনেক ভালো।
Discussion about this post