শুধু ২০২৫ এর আইপিএল নয়, আগামী তিন বছরের জন্য আইপিএলের তারিখ জানিয়ে দিল বোর্ড। যা নজির বিহীন, কারণ এর আগে কখনও এক দিনে আগামী তিন বছরের, আইপিএলের তারিখ কখনও ঘোষনা করা হয়নি। অনেকেই ধারণা করছেন যে, জয় শাহ যেহেতু আইসিসির দায়িত্ব নিয়ে চলে যাচ্ছেন, বিসিসিআই থেকে, সেই কারণে হয়তো, আগামী তিন বছরের জন্য, আইপিএল এর কিছু নিদৃষ্ট সমস্যার সমাধান করে দিয়ে যাচ্ছেন। আবার অনেকের ধারণা, আইপিএল একটি জনপ্রিয় টুর্ণামেন্ট, যেখানে সারা বিশ্বের নামী খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন, তাই বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে খেলার জন্য, অনেক খেলোয়াড়কেই আইপিএলের মাঝেই দেশে ফিরে যেতে হয়, আগের থেকে আইপিএলের সূচি জানা থাকলে, আন্তর্জাতিক ম্যাচের সূচি তৈরী করতে সুবিধা হবে। এবং আইপিএলের মাঝে দল ছেড়ে দেশে ফিরে যেতে হবে না। বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ থেকে। নিলামের দু’দিন আগে ঘোষিত আইপিএল শুরুর দিন। সঙ্গে জানিয়ে দেওয়া হল ফাইনালের দিনও। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর আইপিএলের ফাইনাল হবে ২৫ মে।এর আগে কখনও তিন বছরের আইপিএলের দিন একসঙ্গে ঘোষণা করেনি বোর্ড। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই দিন ঘোষণার কোনও কারণ যদিও কিছু জানায়নি তারা। উল্লেখ্য আগামী মাসেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসবেন। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আর মাত্র কয়েক দিন রয়েছেন জয় শাহ। তার আগে আগামী তিন বছরের আইপিএলের দিন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। দর্শক সংখ্যা বাড়াতে প্রতি বছরই ফাইনালগুলি রবিবার দেখে রাখা হয়েছে। আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায়, বিশ্বের অন্য দেশগুলির জন্য অনেক সুবিধা হবে। কারণ আন্তর্জাতিক সিরিজ়গুলিও সেই ভাবে রাখা যাবে। কোনও ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয়, সেই কারণে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। সেই দু’দিনে ঠিক হবে, আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এ বারের বড় নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ডও তাই তিন বছরের জন্য আইপিএলের দিন জানিয়ে দিল। যার ফলে আন্তর্জাতিক ম্যাচগুলিরর সময় সূচি নিয়ে কোন অসুবিধা হবে না বলেই ধরে নেওয়া যায়।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post