ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশের অশান্তির সময় এক আন্দোলনকারী খুন হন। সেই ঘটনায় নাম জড়ায় সাকিবের । তাঁর বিরুদ্ধে মামলাও রুজু হয় ।সেই সময় তিনি বিদেশে ছিলেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তদন্তের দাবী জানিয়ে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ।এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের দ্বিতীয় টেস্টের আগে সাকিবকে কিছুটা স্বস্তি দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থেকে আপতত জানানো হয়েছে সাকিব ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন। সাকিবের বিরুদ্ধে বাংলাদেশে এফ আই আর হয়েছে। খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে ।যদিও যএই সময় যেই সময় খুন হয় সেই সময় বাংলাদেশের ছিলেন না ।তিনি সংসদ হয় তার নাম জড়িয়েছে। সাকিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় তাকে দেশে ফেরানোর দাবি উঠেছে। আইসিসির নিয়মকে সামনের রেখে বি সিবিকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
নোটিসে বলা হয়েছে আইসিসির নিয়ম মেনে সাকিবকে দেশে ফেরানো হোক এবং তাকে ক্রিকেট থেকে বসিয়ে দেওয়া হোক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। এবার নোটিসের বিষয় বিসিসি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন সাকিব খেলা চালিয়ে যাবে ওকে দেশে ফেরাতে চেয়ে আমরা একটি আইনি নোটিশ পেয়েছি।। নোটিশের উত্তরে আমরা এটা জানালাম। কারনও ব্যাখ্যা করেন তিনি। বলেন ,এখন একটি এফআইআর হয়েছে। এটি প্রাথমিক স্তরে রয়েছে এরপরে অনেকগুলো স্টেপ রয়েছে যতক্ষণ না সাকিব দোষী প্রমাণিত হয়েছে হচ্ছেন তাদের কোন খেলা চালিয়ে যাবে । আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার এবং আমরা এবং ওকে ফাইনালে আমাদের কর্তব্য পাকিস্তানি শেষ করে সাকিব আল হাসান ইংল্যান্ডে খেলতে যাবেন ।সেখানে তিনি সারে,র হয়ে খেলবেন। সাকিবকে noc দেয়ার বিষয়ে ফারুক আহমেদ বলেন। সাকিব আল হাসান লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেট খেলে নি। এই কারণে আমরা ওকে সারে’র হয়ে খেলার অনুমতি দিয়েছি যাতে ছন্দে ফিরতে পারে।
Discussion about this post