টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর ভারতের কোচ থাকবেন না । BCCI ইতিমধ্যেই ভারতের কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে। ভারতীয় কোচর জন্য আলোচনায় অনেকেরই নাম রয়েছে। বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে জানা যাচ্ছে । এবারে ভারতীয় কোচ বাছার জন্য আসরে নামলেন মহেন্দ্র সিং ধোনি । জানা যাচ্ছে তার পছন্দের কথা বোর্ড কে জানাবেন। একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী জানা যাচ্ছে স্টিফেন ফ্লেমিং এর সাথে কথা হয়েছিল ।কিন্তু তিনি বিভিন্ন দেশের বিভিন্ন ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি থাকায় ২০২৭পর্যন্ত চুক্তি করতে রাজি হননি। এছাড়াও জাস্টিন ল্যাঙ্গার ,গৌতম গম্ভীর , মাহলে জয়বর্ধনের সাথে কথা হয়েছে বলে জানা যাচ্ছে । ধোনি নিজেও চেয়েছিলেন ফ্লেমিং ভারতীয় দলের কোচ হন । কিন্তু তার শর্তের কারণে তিনি রাজি হতে পারেননি, যদিও তিনি এখনও না করেননি। কাজেই আলোচনা চলতেই পারে এবং ভবিষ্যতে বলে দেবে কে হচ্ছেন ভারতের কোচ ।।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post