: ২০২১ সালে কোপা আমেরিকা জয় ,২০২২ বিশ্বকাপ জয়, তারপর ২০২৪ এ ফের একবার কোপা আমেরিকা জিতল লিও মেসির আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে ১-০গোলে হারিয়ে ট্রফি যেতে তাঁরা। ২০২৪ সালের ফুটবলে অন্যতম সেরা বছর স্পেনের জন্য । ইউরো কাপ জেতার প পাশাপাশি অলিম্পিক্সে স্বর্ণপদক ও জেতে স্প্যানিশ আরমাদা ।জার্মানিতে আয়োজিত ফাইনাল ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ ইউরো জেতে স্পেন। অলিম্পিকসেও রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে ৫-৩গোলে হারিয়ে সোনা জেতে স্পেন। স্পেনের সোনালী প্রজন্মের বিশ্বকাপ জয়ী খাবি, ইনিয়েস্তারা যে খেতাব পাননি তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে সেটাই করে দেখিয়েছেন রদ্রি। ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহামকে হারিয়ে ২০২৪ সালের ব্যালন ডি’ওর্ জিতেছেন ২৮ বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। । ২০২৪ সালের বিশ্ব ফুটবলে তরুণদের মধ্যে নতুন নাম হিসেবে অভাবনীয় উত্থান ঘটেছে স্পেনের লামিনে ইয়ামালের। ইউরো কাপে স্পেনের হয়ে অসাধারণ খেলার পাশাপাশি ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতেও ভরসা দিয়েছেন ১৬ বছরের এই ফুটবলার। তার এই পারফরমেন্সের কারণে সেরা তরুন ফুটবলার হিসাবে কোপা ট্রফিও জিতেছেন তিনি। ব্যালন ডি’ওর খেতাব না পাওয়া নিয়ে ক্রম বিতর্ক হয়নি ।তবে ফিফার দ্য বেস্ট খেতাব পেয়ে এই আক্ষেপ কিছুটা হলে মিটেছে ফিনিসিয়াস জুনিয়রের। ২০২৩-২৪ মরসুমে স্প্যানিশ কাপ ,লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ব্রাজিলিয়ান তারকা যাতে তাঁর অবদানও গুরুত্বপূর্ণ ছিল। চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় রিয়াল মাদ্রিদকে ।২০২৩-২৪ মরসুমেও দুরন্ত পারফর্ম করে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগে জিতে ইউরোপে নিজেদের আধিপত্য বজায় রেখেছে স্প্যানিশ ক্লাবটি। ২০২৪ সালের ফুটবলে দল বদলে আলোচনায় শীর্ষ থাকবে অবশ্যই কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদের যোগ দেওয়া। ২০২০ সাল থেকে নানা আলাপ আলোচনার পর অবশেষে ২০২৪ সালে বিনা ট্রান্সফার মূল্যে রিয়েলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করে তারকা ফরাসি স্ট্রাইকার। দেশের জার্সি কিংবা ক্লাবের জার্সি ক্লাবের হয়ে ট্রফি না হলেও বিশ্ব ফুটবল নিজের দাপট জারি রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ৯০০গোলের গন্ডি পেরিয়েছেন তিনি ।বর্তমানে ক্লাব প্রতিষ্ঠা তাঁর গোল সংখ্যা ৯১৬। মেয়েদের ফুটবলের শেষ কিছু বছর ধরে সেরা পারফর্ম করছেন স্পেনের আইতানা বোনমাতি। ২০২৩ সালে স্পেনারের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২৩ -২৪ লা লিগা সহ মোট জিতেছেন চারটি ট্রফি ।২০২৪ সালে একসঙ্গে ব্যালেন ডি’ওর এবং ফিফা খেতাব ও জিতেছেন স্প্যানিশ ফুটবলার, যা বিরল কৃতিত্ব। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য টনি ক্রুজ থমাস মুলার এবং ম্যানুয়েল ন্যুয়ের। তিনজনেই অবসর নিলেন ২০২৪ সালে । ২০২২ সালের কাতার বিশ্বকাপে সাফল্যের পর ফের এশিয়া বলবে বিশ্বকাপের আসর ২০২৪ সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ।
আর একদিন পরই আমরা পৌঁছে যাব আরও একটি নতুন বছরে। তাই ফেলে আসা বছরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কখনও সুখের...
Read more
Discussion about this post