ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঋদ্ধিমান সাহা। ভারতীয় দলের এই ক্রিকেটার এই মরসুমেই শেষবারের জন্য মাঠে নামবেন। ভাইফোঁটার দিনে জানিয়ে দিলেন খবরটা। টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার এই বছর কি প্রত্যাবর্তন করেছিলেন নিজের রাজ্য সংস্থায় ।মাঝে কয়েক বছর মনোমালিনের জন্য চলে গিয়েছিলেন ত্রিপুরায় ক্রিকেট খেলতে। এবছর বাংলায় ফেরার সঙ্গে সঙ্গেই ময়দানের পাপলি কে সাদরে গ্রহণ করে নেন সিএবির কর্তারা। বাংলার জার্সিতে ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল তার। তাই ক্রিকেট ক্যারিয়ারের বিদায় বেলাতেও বাংলার জার্সি গায়ে চাপিয়ে রাখতে চান তিনি। চলতি বছরের আইপিএলে ঋদ্ধিমান সাহা খেলে ছিলেন গুজরাট টাইটানসের হয়ে কিন্তু তার পারফরমেন্স একদমই ঋদ্ধি সুলভ ছিল না ।২০১৪ আইপিএল এর ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তার ইনিংস এখনো সকলের মনে রয়েছে। তবে দশ বছর পর ২০১৪ আইপিএল বেশ হতাশি করে ঋদ্ধিমান সাহার ব্যাট। নিজের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে ঋদ্ধিমান সাহা জাতীয় দলের জার্সিতে রয়েছে ৪০টি টেস্ট ম্যাচ। করেছেন ১৩৫৩ রান, রয়েছে টেস্টে তিনটি শতরান ও ।নয়টি ওডিআই তে করেছেন ৪১ রান। টি টোয়েন্টি অবশ্য খেলার সুযোগ হয়নি তার তবে আইপিএলে ১৭০টা ম্যাচে ঋদ্ধিমান করেছেন ২৯৩৪ রান । ঘরোয়া মৌসুম বাংলার হয়ে খেলে ক্যারিয়ার ইতি টানা কথা জানালেও আইপিএলে আগামী মৌসুমে তাকে পাওয়া যাবে কিনা এর উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post