আজ থেকে বাংলা রঞ্জিত ট্রফির অভিযান শুরু করছে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে প্রথম ম্যাচ।৩৪ বছর আগে বাংলা শেষবার রঞ্জিত ট্রফি জয়লাভ করেছিল সম্বরন ব্যানার্জীর নেতৃত্বে ।যে ম্যাচটি ছিল সৌরভ গাঙ্গুলীর জীবনের প্রথমবার প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ। তারপর বেশ কয়েকবার ফাইনালে উঠতলেও বাংলা রঞ্জিত ট্রফি জিততে পারেনি। একদিকে ঋদ্ধিমান সাহা ,সুদীপ চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞরা বাংলা দলে ফিরেছেন ।অন্যদিকে যুধাজিৎ গুহ, শুভম দের মত প্রতিভাবান ক্রিকেটাররা ডাক পেয়েছেন ।অনুষ্ঠুপ মজুমদার নতুন অধিনায়ক। দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুন মিশেল রয়েছে। রঞ্জিত ট্রফি ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট ।এখানে কোন প্রতিপক্ষই সহজ কঠিন প্রতিপক্ষ হয় না ।সব দলই শক্তিশালী। বাংলার কোচ লক্ষীনারায়ণ শুক্লার মতে, আমরা সকল প্রতিপক্ষকে সম্মান করি এবারও সেই কৌশলের বদল হবে না। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে আকাশদীপ থাকছে না। বাকি দলের সবাই রয়েছে। মুকেশ কুমার খেলছে, অভিমন্যু ঈশ্বরণ ও খেলছে ।সুদীপ ওপেন করবে সুদীপ ঘরামি তিনে ,চারে অনুষ্ঠুপ মজুমদার পাঁচে অভিষেক পোড়েল ছয়ে ঋদ্ধি সাতে শাহবাজ আহমেদ। কোচ লক্ষ্মী জানালেন, বোলিং বিভাগ একটু ভেবে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোচ হিসাবে দায়িত্ব নেবার পর থেকে ফিটনেস ট্রেনিং এর উপর অনেক জোর দিয়েছেন । ফিটনেস ভালো হলে সেটা সুফল মাঠে পাওয়া যাবে। বাংলা ছেলেরা ক্রমে উন্নতি করছে। গত আইপিএল ও বাংলার ছেলেরা ভালো খেলেছে ।আগের চার পাঁচ বছরের থেকে ছবিটা পাল্টাচ্ছে। এবছর তরুণ এবং অভিজ্ঞদের সংমিশ্রণে বাংলা দল যেভাবে গড়া হয়েছে তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post