ছোটদের এশিয়া কাপে তিনটি ম্যাচে জিতে সেমিফাইনালে উঠতেও তার বেশি এগোতে পারল না ভারত ।শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে হারতে হল আফগানিস্তানের কাছে। ২০রানে হেরেছে ভারতীয় দল। রবিবার সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি শ্রীলংকা ।এদিন প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা হারিয়েছে পাকিস্তানকে। টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই জ্বালাতে শুরু করে আফগানিস্তানে দুই ওপেনার ভারতের কোন বলারই দাগ কাটতে পারেনি দলের ১৩৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান ।আকিব খানের বলে ফেরেন আকবরি ৬৪ রান করে। তাতে অবশ্য আফগানদের রানের গতি কমেনি ।৭টি চার ও ৪টি ছয় এর সাহায্যে ৫২ বলে ৮৩ রান করেন সিদ্দিকুল্লাহ অটল। ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে ভারতের রাহুল চাহার ৩ওভারে ৪৮ রান দেন। প্রথম থেকেই চালিয়ে খেলতে গিয়ে একের পর এক ভারতীয় উইকেট পড়তে থাকে ।১০০ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল বড় রানে হারতে চলেছে ভারত। এখান থেকে আফগানিস্তানের উপর পাল্টা আক্রমণ শুরু করে কেকেআরের রামানদীপ সিংহ এবং নিশান্ত সাধু দুজনে মিলে ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন। ১৩ বলে ২৩ রান করে ফেরেন সিন্ধু । রমণদীপ শেষ পর্যন্ত চেষ্টা করলে দলকে জেতাতে পারেননি ।ইনিংসের শেষ বলে ৬৪ রানে ফেরেন তিনি।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post