: সিনিয়রদের এশিয়া কাপে কার্যত একাধিপত্য দেখিয়ে এসেছে ভারত। আট বার ট্রফি জিতেছে মেন ইন ব্লু। কিন্তু তরুণদের এশিয়া কাপের ক্ষেত্রে এই ছবিটা একেবারেই উল্টো ।এখনও পর্যন্ত মাত্র একবার চ্যাম্পিয়ন হতে পেরেছে ভারতের তরুণ ব্রিগেড। দ্বিতীয় বার ট্রফি জয়ের লক্ষ্যে ভারত শনিবার থেকে অভিযান শুরু করছে তিলক বর্মারা । এই টুর্নামেন্টে ভারতের গ্রুপে রয়েছে মোট চারটি দল ।ভারত ছাড়া পাকিস্তান ,ওমান এবং সংযুক্ত আমিরশাহী রয়েছে এই গ্রুপে। দ্বিতীয়বার এই ট্রফি জিততে শক্তিশালী দল বেছে নিয়েছে বিসিসিআই ।তিলক বর্মন নেতৃত্বে খেলতে নামবেন অভিষেক শর্মা , বৈভব অরোরা,প্রভসিমরন সিং, অনুজ রাওয়াত (উইকেট রক্ষক) ,আয়ুশ বাদানি , রাহুল চাহার , সাই কিশোর, রমনদীপ সিং রা। ১৮ অক্টোবর থেকে শুরু হবে এমার্জিং এশিয়া । টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। শনিবার অর্থাৎ ১৯ অক্টোবর মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বে পরের দুটি ম্যাচ ২১ও ২৩ অক্টোবর ।এই দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহী এবং আয়োজক দেশ ওমান ।টুর্নামেন্টের অপর গ্রুপে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ ,আফগানিস্তান এবং হংকং প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে। ২৭ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল। টিভি এবং ফোনে কিভাবে দেখা যাবে তরুণদের এশিয়া কাপ? টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে টুর্নামেন্টের ।ফোনে অবশ্যই টুর্নামেন্ট দেখা যাবে ফ্যানকোড অ্যাপে ।ওমান ক্রিকেট একাডেমির মাঠেই গোটা টুর্নামেন্ট খেলা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post