খুব শীঘ্রই আবাস যোজনার টাকা পেতে চলেছে রাজ্যবাসী। তবে এবার সেই টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। লোকসভা নির্বাচন মিটে গেলে পাবেন সেই টাকা। তার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লোকসভা নিবাচনের মহাযুদ্ধ শুরু হয়ে গেছে গত এপ্রিলের ২৬ তারিখ থেকে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে দু দফার নির্বাচন হয়ে গেছে। তৃত্বিয় দফার নির্বাচন আছে ৭ মে। তাই নির্বাচন বিধি লাগু থাকার কারণে আবাসের টাকা আপাতত রাজ্য সরকার দিতে না পারলেও, ভোট মিটলেই আবাস যোজনার টাকা দিতে চায় রাজ্য।
একটি নতুন পোর্টাল তাই চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পোর্টাল থেকে শুরু করে বাকি পরিকাঠামো তৈরির কাজ সেরে রাখা হচ্ছে। এই পোর্টালের বিষয় নিয়ে কয়েক দফা বৈঠকও সেরেছেন পঞ্চায়েত দফতরের অফিসাররা। সেখানে উঠে যাবে সাড়ে ১১ লক্ষ উপভোক্তার নাম, ঠিকানা এবং ব্যাঙ্কের বিবরণ। তারপর নির্বাচনের পরে বাংলার গরিব মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার টাকা পাঠানো হবে। যাতে ভালভাবে বাড়ি তৈরি করে বসবাস করতে পারেন বাংলার মানুষজন। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনাকে এখন সামনে নিয়ে এসে লোকসভা নির্বাচনে বিজেপি প্রকাশ্যে সকলের সামনে তুলোধনা করছে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তুলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। তাই এবার আবাস প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে
Discussion about this post