বর্ধমানের সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের ‘তোষণের রাজনীতি’ নিয়ে সরব হন তিনি। সেই সঙ্গে সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলমের ‘ভোট জিহাদ’ মন্তব্য নিয়ে ইন্ডিয়া জোটকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। এদিন বর্ধমানের পালিত- এ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ -এর সমর্থনে জনসভা করেন নমো। সেই সভা থেকে বিকশিত ভারতের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানান তিনি।
লোকসভা ভোটের প্রচারে দলীয় প্রার্থীদের সমর্থনে শুক্রবার বাংলায় তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যে বর্ধমান ও কৃষ্ণনগরে নির্ধারিত নির্বাচনী জনসভা সম্পন্ন করেছেন তিনি। এদিন দুই সভা থেকে তৃণমূল এবং কংগ্রেসকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে বর্ধমানের পালিত-এর জনসভা থেকে এদিন তৃণমূলের ‘তোষণের রাজনীতি’ নিয়ে আক্রমণ শানান তিনি। সেই সঙ্গে ইন্ডিয়া জোটকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি কংগ্রেস নেতা সলমন খুরশিদের ভাইঝি সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম একটি বক্তৃতায় মোদীর বিরুদ্ধে ‘ভোট জিহাদ’ অনুশীলন করার জন্য জনসাধারণকে আহ্বান জানান। এর পরেই বিষয়টি নিয়ে সরব হতে শুরু করে বিজেপি। এর আগেও গুজরাতে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী ভোট জিহাদ নিয়ে মন্তব্য করেছিলেন। এবার সেই বিষয়টি নিয়ে ফের একবার ইন্ডিয়া জোটের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী। প্রধানমন্ত্রীর দাবি, গোটা ইন্ডিয়া জোট এই ভোট জিহাদ ধারণাকে সমর্থন করেন। ভোটব্যাঙ্ক মানবধর্মের চেয়ে বড় কি না সেই বিষয়ে সমবেত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
তৃণমূল, কংগ্রেস এবং বামেরা ভোটের জন্য যে কোনওকিছু করতে পারে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদী। এদিন দেশের নামে এবং বিকশিত ভারতের জন্য ভোট দেওয়ার আবেদন জানান তিনি।
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post