রবিবার রাজ্যে চার জায়গায় লোকসভা ভোটের প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়খণ্ডে প্রচার কর্মসূচী সেরে আজ সরাসরি কলকাতায় আসছেন মোদি।শনিবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন নমো। তারপর রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। মোদির বঙ্গ সফর উপলক্ষে আজ বিকেল থেকেই কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। রবিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া সহ মোট চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। লোকসভার নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে নবম বার বঙ্গে সভা করবেন মোদি।
সোমবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার আগের দিন বাংলায় চারটি সভা সেরে ফেলছেন তিনি। প্রথম সভাটি হবে সকাল সাড়ে ১১টায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে প্রচার করবেন তিনি। এরপর লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে দ্বিতীয় সভা করবেন চুঁচুড়ায়। দুপুর আড়াইটে নাগাদ আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে পুরশুড়ায় তৃতীয় সভা করবেন। শেষে চতুর্থ সভাটি হবে হাওড়া জেলার সাঁকরাইলে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে। এই চার কেন্দ্রেই আগামী ২০ মে ভোট রয়েছে।
Discussion about this post