পোষা কুকুরের মত তাবেদারি করে এফআইআর করছে’, সাত সকালেই পুলিশকে নিশানা দিলীপের। শনিবার সাত সকালে একটু রুটিন পাল্টালেন তিনি। প্রাত:ভ্রমণ ছেড়ে চা চক্রে যোগ দিলেন। মানুষের সাথে জনসংযোগ করলেন। এখনো যে এলাকাগুলিতে যাওয়া হয়নি নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই সেই সেই এলাকার মানুষের সাথে জনসংযোগ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন আবারও বিস্ফোরক দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার সন্দেশখালি প্রসঙ্গে পুলিশকে এক হাত নিলেন দিলীপ। এদিন দিলীপের কটাক্ষ, পুলিশ আর কি করবে? তাবেদারি করবে পোষা কুকুরের মত? এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না। এতদিন পুলিশের নাকের ওপর দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা ছিল। পুলিশ কেন এফআইআর করেনি? পুলিশ শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। এরপরই দিলীপের সংযোজন, “আয় কত মায়ের দুধ খেয়েছিস। সন্দেশখালিতে কি চলতো আমরা জানতাম। পুলিশের দম নেই শাজাহানের চামচা বেলচাদের গায়ে হাত দেওয়া। বর্ধমান দুর্গাপুরেও বহু দাগি অপরাধী রয়েছে তারা জামিন নেয়নি তাও পুলিশ ওদের গায়ে হাত দেয় না। মমতা ব্যানার্জি বলেছিলেন চাকরি চুরি হয়নি, সন্দেশখালিতে কোন ঘটনা ঘটেনি! কিন্তু আদালত কি বলছে? হাজার হাজার মহিলা রাস্তায় দাঁড়িয়ে জুতো চপ্পল নিয়ে তাদের তাড়া করছে”।
সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ ১১ বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল। এই প্রসঙ্গে, প্রচারের শেষ লগ্নেও মুখ্যমন্ত্রী এবং পুলিশকে বেলাকাম আক্রমণ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ।
রাতে ছাত্রীদের অশ্লীল মেসেজ, পূর্বস্থলী ২ ব্লকের কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের। পড়ানোর ছলে ছাত্রীদের শরীরে বিভিন্ন জায়গায় হাত...
Read more
Discussion about this post