লটারির বেআইনি টাকার তদন্তে পশ্চিমবঙ্গ সহ মোট ৬ রাজ্যে হানা দিয়ে এখনও পর্যন্ত ১২ কোটি টাকার বেশি উদ্ধার করেছে ইডি। সোশ্যাল মিডিয়া পোস্টে এই তথ্যই দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ৬টি রাজ্যের মোট ২২টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। সেই অভিযানেই উদ্ধার হয়েছে এই বিপুল অর্থ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় এবং পঞ্জাবে লটারি দুর্নীতির ইস্যুতে অভিযান চালিয়েছিল ইডি। সেই অভিযানে এখনও পর্যন্ত ১২.৪৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া ৬.৪২ কোটি টাকা মূল্যের ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। তবে কোন রাজ্য থেকে ঠিক কত পরিমাণ টাকা পাওয়া গেছে সেই তথ্য মেলেনি। উল্লেখ্য, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতি, লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে কলকাতায় হানা দিয়েছিল ইডি। দিল্লির সদর দফতর থেকে শহরে এসে তল্লাশি চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। গত বৃহস্পতিবার সকালে ইডির আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে লেকটাউন এবং উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্রে খবর, মাইকেল নগরে লটারির একটি গুদামে তল্লাশি চালানো হয়। ইডির আধিকারিকেরা মনে করছেন, এই ঘটনার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। এই প্রতারণার জাল কত দূর বিস্তৃত, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত হচ্ছে বলে ইডি সূত্রের খবর। ডিয়ার লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। সেই সূত্রে ধরে দিল্লিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। এরপর কলকাতায় হানা দেয় ইডি।
আবারো পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। সন্দেশখালি- আরজি কর কাণ্ডের পর এবার কসবা কান্ড নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুলল খোদ শাসক দল।...
Read more
Discussion about this post