পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পিকে সাউ। এই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে শোরগোল পরে যায়। জানা যায়, তিনি হুগলি জেলার বিষড়ার বাসিন্দা। খবর, তিনি ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। জানা যাচ্ছে, সীমান্তে টহল দিতে গিয়েই ভুল করে ওপারে চলে যান। তখন পাক রেঞ্জার্স পুনমকুমার সাউকে আটক করে। এদিকে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। দুশ্চিন্তা নেমে এসেছে পরিবারে। কারণ এমনিতেই উত্তপ্ত সীমান্ত। কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে ২৬ জন পর্যটককে খুন করেছে জঙ্গিরা। নৃশংসভাবে খুনের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। শুধু তাই নয়,এই জঙ্গিদের লাগাতার মদত যুগিয়ে আসছে পাকিস্তান। সেটা বুঝতে বাকি নেই ভারতের। এমনকি পাকিস্তানের উপর বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে ভারত। এই পরিস্থিতিতে বাঙালি জওয়ানকে আটক করল পাক রেঞ্জার্স। খবর আসছে, পিকের চোখ বাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান। আর এতেই আতঙ্ক তৈরি হয়েছে পিকের পরিবারে। তবে বিএসএফের তরফদার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। এদিকে স্বামীর খোঁজ পেতে পাঠানকোর্টের দিকে রওনা দিলেন পিকে সাউয়ের স্ত্রী। জানা যায়, সোমবার রিসরার বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরে পৌঁছন তিনি। তার সঙ্গে পরিবারের আরো চার সদস্য যাচ্ছে পাঠান কোর্টে। এদিন তার অন্তঃসত্ত্ব স্ত্রী জানান, তার স্বামীর এখনো পর্যন্ত কোন খোঁজ পাননি। পাঠান কোর্টে পৌঁছে বিএসএফের সিইও এর সঙ্গে দেখা করবেন। বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ওই জওয়ানের স্ত্রী বলেন, আজই আমরা যাচ্ছি। আমরা কথা বলব বিএসএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে। ঠিক কি বলেছেন জওয়ানের স্ত্রী রজনী সাউ , শুনুন
ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। চাইছে গোটা পরিবার তথা গোটা দেশ। এই বিষয়ে জওয়ানের ছেলে আরভ সাউ কি বলছে, শুনুন এদিকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের কো ইনচার্জ অম্বা প্রসাদ বলেন, ঘরের ছেলে ফিরুক। পরিবার অভিযোগ করছে, তাদের তেমন কোনও আপডেট দেওয়া হচ্ছে না। তারা আবেদন করছেন, আমাদের সঠিক তথ্য দেওয়া হোক। কি বলছেন তিনি শুনুন আসলে পরিবারের কাছে ভয় তৈরি হচ্ছে, পুরোনো একটি ঘটনা। ৬ বছর আগের স্মৃতি উস্কে দিচ্ছে। অভিনন্দন বর্তমান। বিমান ভেঙে পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্য়াপ্টেন। অনেক কাঠ খর পুড়িয়ে নতি স্বীকার করে অভিনন্দন কে ফিরিয়ে দেয় পাকিস্তান। তার মতো করেই ফিরে আসুক পিকেও। চাইছে গোটা পরিবার। এখন দেখার, পাঠান কোর্টে গিয়ে সমাধান সূত্র বের করে আনতে পারে কিনা জওয়ানের পরিবার।
Discussion about this post