ঘূর্ণিঝড় ডানা ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে। এই ঘুর্ণিঝড়ের দিকে অনবরত নজর রাখছে আবহাওয়া দফতর। জানা যাচ্ছে বৃহস্পতিবার ভোররাত থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনও সময় ঘূর্ণিঝড় ডানা স্থলভাগ স্পর্ষ করবে। আপাতত ঝড়ের গতিমুখ দেখে আবহাওয়া দফতর পূর্বাভাস করেছে ঘূর্ণিঝড় ডানা ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা বন্দরের মধ্যবর্তী যে কোনও এলাকায় স্থলভাগ স্পর্ষ করতে পারে। তবে এই এলাকা পশ্চিমবঙ্গ লাগোয়া। ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও দুর্যোগ বাড়বে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার একযোগে সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে যাতে রেল যাত্রীদের কোনও রকম ক্ষয়ক্ষতি না হয় তার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। এবার পূর্ব রেলের হাওড়া ডিভিশনও অসংখ্য লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল।
শিয়ালদহ ডিভিশন দুটি শাখায় বৃহস্পতিবার রাত আটটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হয়েছিল আগেই। এবার হাওড়া শাখাও বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিল রাখার খবর জানাল। হাওড়া শাখায় বৃহস্পতিবার ভোর চারটে থেকে শুক্রবার সকাল দশটা পর্যন্ত বন্ধ রাখা হবে লোকাল ট্রেন চলাচল। পূর্ব রেল জানিয়েছে, হাওড়া ডিভিশনে মোট ৬৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড দুই শাখাতেই বাতিল থাকবে কয়েক জোড়া লোকাল ট্রেন। এরমধ্যে হাওড়া থেকে ২৫টি, ব্যান্ডেল থেকে ১২টি, শেওড়াফুলি থেকে ৬টি, তারকেশ্বর এবং বর্ধমান থেকে ৫টি করে লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি শ্রীরামপুর, কাটোয়া, আরামবাগ থেকে ২টি করে লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, মেমারি, পাণ্ডুয়া, বারুইপাড়া, চন্দনপুর, গুড়াপ, মশাগ্রাম, গোঘাট, সিঙ্গুর, বেলুড় মঠে ১টি করে লোকাল ট্রেন বাতিল থাকবে।
পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ডাউনে আসা ট্রেনগুলির মধ্যে বাতিল থাকছে ৯৩টি দূরপাল্লার ট্রেন। এই তালিকায় একাধিক সুপারফাস্ট ট্রেন ও বন্দে ভারত এক্সপ্রেসও রয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে কারসেডে ট্রেনগুলি যাতে ‘রোল ডাউন’ বা গড়িয়ে যেতে না পারে সেজন্য ট্রেনগুলির চাকায় পরানো হচ্ছে লোহার বেড়ি। চাকার তলায় দেওয়া হচ্ছে কাঠের ‘গুটকা’। সবমিলিয়ে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সবরকমের প্রস্তুতি নিয়েছে পূর্ব রেল।
Discussion about this post