সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় ঘোষণার পরেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে সমস্ত বিরোধী দল। এসএসসি মামলায় শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে এসইউসিআই বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসুচি চুঁচুড়ায়।
২০১৬ সালের এসএসসি-র শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই মামলার শুনানির শেষে ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারা হলেন ২৫,৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় ঘোষণার পরেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে সমস্ত বিরোধী দল। বিজেপি, কংগ্রেস সিপিআইএস সহ বামদল গুলো। এসএসসি মামলায় শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে এসইউসিআই বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসুচি পালন করলো চুঁচুড়ায়। চুঁচুড়ার জোড়া তোলা ফটক থেকে ঘড়ির মোর পর্যন্ত মিছিল করে এসইউসিআই কর্মী সমর্থকরা। বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসুচি থেকে চাকরি হারা ২৫,৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের তীব্র সমালচনা করেন আন্দোলনকারীরা। এসইউসিআই বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসুচি ঘিড়ে পুলিশি তৎপরতা ছিল যথেষ্ট, ব্যারিকেট করে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ।
এস ইউ সি আই জেলা সম্পাদক জানিয়েছেন, এক সঙ্গে এতো শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি চলে গেলো, এর দায় রাজ্য সরকারের। আমরা উদ্বেগের মধ্যে আছি যে কাল থেকেই হয়তো কোন অঘটন ঘটতে পারে। যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে বেশির ভাগ পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা বিভাগ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তাই এই ব্যর্থতার দায় নিতে হবে রাজ্য সরকারকে।
পশ্চিমবঙ্গে চাকরি এবং দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আর সেটার প্রমাণ আরও একবার মিলল। গোটা শিক্ষা দফতরের একাধিক শীর্ষ পদাধিকারীরা যখন...
Read more
Discussion about this post