উৎসবের মেজাজে বাঙালি। দুর্গাপুজো, কালিপুজো, দীপাবলি পার করে শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। এই আবহে পান্ডুয়ায় তৃণমূল নেতার বাড়ির জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুজোতে উপস্থিত হয়ে মায়ের কাছে আশীবার্দ চাইলেন সাংসদ। ছেলের জন্যই মায়ের কাছে প্রার্থনা করলেন তিনি।
জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। কিন্তু জগদ্ধাত্রী পুজো এখন যে শুধু চন্দনগরের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটাই জানালেন রচনা। পান্ডুয়ার কালী পুজোর উদ্বোধনে আসার কথা থাকলেও তাঁর শারীরিক অসুস্থাতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি তিনি। জানা গিয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায়ের ছেলে প্রণীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। ছেলে যাতে পরীক্ষায় পাশ করে যায়, তারই প্রার্থনা করলেন। পাশাপাশি তিনি জানান, যে মানুষেরা আমাকে ভরসা করে ভিপুল ভোটে জয়ী করেছে, সেই মানুষগুলোর পাশে থাকা তাঁর দায়িত্ব। তাই তিনি পান্ডুয়াতে এসেছেন।
রচনা জানান, আগে জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। অবশ্যই সেখানে মহা ধুমধামের সঙ্গে পুজো হয়। আলোয় ভরে ওঠে চন্দননগর। কিন্তু এখন রাজ্যের অনেক জায়গাতেই জগদ্ধাত্রী পুজো বেশ জনপ্রিয়। এমনকি কলকাতাতেও জগদ্ধাত্রী পুজো হয় বেশ কয়েকটি জায়গায়। তিনি জানান, আগে কোনওদিন চন্দননগরে আসেননি। তবে এইবারে একটু বেশি আসা হবে বলে কারণ তিনি সেখানকার সাংসদ। তবে এবার পুজোর কটা দিন চন্দননগরে থাকতে পারবেন না। তার কারণ দিদি নম্বর ওয়ানের শুট্যিং-এর জন্য ব্যস্ত থাকবেন বলে জানা যাচ্ছে।
Discussion about this post