: আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হতে চলেছে আইপিএল এর মহা নিলাম। এবার সেই নিলামে অংশ নিতে চলেছে ১৭ টি দেশের ১৫৭৪ জন ক্রিকেটার। তার মধ্যে ৪০৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামে অংশ নিতে আগ্রহী ১৫৭৪ জন ক্রিকেটারদের মধ্যে ১২২৪ জন এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি ।আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটার সংখ্যা ৩২০। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অ্যাসোসিয়েটেড সদস্য দেশগুলোর থেকে ৩০ জন ক্রিকেটারের নাম ও থাকবে নিলামে। মোট ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ১১৬৫ এবং বিদেশী ক্রিকেটার ৪০৯ জন। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার এবং আফগানিস্তানের ২৯ জন ক্রিকেটার নিলামের নাম লিখিয়েছেন। শ্রীলংকার ২৯ জন ক্রিকেটার রয়েছেন নিউজিল্যান্ডের ৩৯জন ক্রিকেটার আইপিএল খেলতে আগ্রহী ।এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, বাংলাদেশের ১৩ জন, নেদারল্যান্ডসের১২ জন আমেরিকার ১০ জন আয়ারল্যান্ডের ৯জন জিম্বাবুয়ের ৮ জন কানাডার চারজন স্কটল্যান্ডের দুজন ক্রিকেটার অংশগ্রহণ করেছেন ইতালি এবং সংযুক্ত আরব একজন ক্রিকেটারের নামও রয়েছেন নিলামের তালিকায়। টমাস জ্যাক দ্রাকা ইতালির এই ক্রিকেটার আইপিএলের নামের নাম লিখিয়েছেন। যাকে নিয়ে আলোচনা হচ্ছে প্রচন্ড। নিলামে সবচেয়ে কম দাম অর্থাৎ কুড়ি লক্ষ টাকা বেস্ প্রাইস রেখেছেন তিনি। এই অনামি প্রেসার কে নিতে কোন দল আগ্রহী হয় কিনা সেটা দেখার যদি কেউ দ্রাকাকে কেনে তাহলে নিঃসন্দেহে, ক্রিকেটের দেশে যাবে ইতালির খ্যাতি রাতারাতি অনেকটাই বেড়ে যাবে।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post