৬ এপ্রিল রামনবমী, তার আগে রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে তার প্রস্তুতি জোর কদমে চলছে। রামনবমীর উদযাপন সমিতির মালদা শাখার শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র করতে দেখা যাচ্ছে।
আগামী ৬ এপ্রিল রামনবমী। ইতিমধ্যেই রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে তার প্রস্তুতি জোর কদমে চলছে। এবারে রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা সকাল দশটায় ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে যা শহর জুড়ে পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে সেখানেই শোভাযাত্রার সমাপ্তি ও শ্রীরাম প্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে করা হবে। রামনবমীর এই শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র করতে দেখা যাচ্ছে। ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ডগুলিতে সমস্ত ওয়ার্ডেই রামনবমী উদযাপন কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দিতে দেখা যাচ্ছে। সকলের মুখে জয় শ্রীরাম ধোনি । রামনবমী উদযাপন কমিটির কার্যকরী সম্পাদক কাজল গোস্বামী জানান এই বছর রামনবমীতে আমাদের যা আশা প্রায় লক্ষাধিক রাম ভক্তদের সমাগম হবে । আমরা সকল রাম ভক্তরা সনাতলী হিন্দুদের কাছে গিয়ে রামনবমীর শোভাযাত্রায় যাতে অংশগ্রহণ করে সেই বিষয়ে নিমন্ত্রণ পত্র দিচ্ছ পাশাপাশি রামপ্রসাদ গ্রহণ করুক আমরা সংকল্প নেই যাতে রাম রাজ্য প্রতিষ্ঠা হোক । আজকে অনেক জিহাদি মন্তব্য হচ্ছে আমাদের প্রভু শ্রী রামের নামে অনেক মন্তব্য হচ্ছে । আমরা সনাতন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে । এবার মালদায় ঐতিহাসিক রামনবমীর শোভাযাত্রা হবে
সুপ্রিমকোর্টের রায়ে চাকরি বাতিল ২৬০০০ শিক্ষকের। এই রায়ে সবচেয়ে বড় ধাক্কা এলো যারা চাকরি করছিলেন তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের। কিন্তু...
Read more
Discussion about this post