রামনবমী উদযাপন ঘিরে হুশিয়ারী পাল্টা হুশিয়ারীর মধ্যেই মালদার সামসীতে রামনবমী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। রামনবমী সেই উপলক্ষে সামসীতে বিশাল বর্ণা়ঢ্য শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোরকদমে।
রামনবমী উদযাপন ঘিরে রাজ্য রাজনিতির উত্তাপ যেন ক্রমশ বেড়েই চলেছে। রাম ভক্তদের দাবী রামনবমীর দিন আনুমানিক দেড় লক্ষ সনাতনী হিন্দু রামনবমীর শোভাযাত্রায় পথে নামবেন। পাল্টা হুশিয়ারী রাজ্যের শাসকদলের। ইতিমধ্যেই পুলিশকর্মীদের ছুটি বাতিলের নির্দেশ নবান্নের। এরই মধ্যে মালদার সামসীতে রামনবমী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে, জোরকদমে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। সামসীর বিভিন্ন রাস্তা সাজিয়ে তোলা হচ্ছে রামের পতাকায়। রামচন্দ্রের ১৫ ফুটের মূর্তি নিয়ে শোভাযাত্রায় থাকবে শতাধিক ঢাক।
এছাড়াও ডিজে বাজিয়ে রাম ভক্তরা রাম নামে নাচ করবেন। শোভাযাত্রায় মা বোনেদের উপস্থিতি নজর কাড়বে। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারও প্রবল উৎসাহ, উন্মাদনার মাধ্যমে পালিত হবে রাম নবমী।
সামসী রাম নবমী উৎসব উদযাপন কমিটির সম্পাদক অভিষেক সিংহানিয়া জানালেন, ২০১৭ সাল থেকে সামসীতে রামনবমী উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা হয়ে আসছে, যার কোন ব্যতিক্রম হবেনা এবারও। শোভাযাত্রায় থাকবে রামচন্দ্রের ১৫ ফুটের মূর্তি শোভাযাত্রায় মা বোনেদের উপস্থিতিও নজর কাড়বে। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারও প্রবল উৎসাহ, উন্মাদনার মাধ্যমে পালিত হবে রাম নবমী।
Discussion about this post