বেলঘড়িয়ার পর এবার সোনারপুরে মদের আসরে বচসা আর তার জেরেই বন্ধুকে খুন। সোনারপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাস পল্লির ছাতু বিক্রেতা বিশাল সাউকে খুনের অভিযোগ তাঁর বন্ধুদের বিরুদ্ধে। রাতেই পরিবারের লোক তাকে উদ্ধার করে সোনারপুর হাসপাতালে নিয়ে যায় সেখানেই ভোরে মৃত্যু হয় বিশালের।
পেশায় ছাতু বিক্রেতা বিশাল সাউকে রাত ১০.৪২ নাগাদ ফোন করে ডাকে আকাশ, রাহুল ও রাখিস নামের তিন বন্ধু। এরপরই সুভাসপল্লির একটি মাঠে মদের আসরে বসে সকলেই। মদের আসরে চার জনের মধ্যে হঠাৎই বচসা বাঁধে। অভিযোগ এই তিনজনই বিশালকে বেপরোয়া মারধর করে মাঠে ফেলে চলে যায়। মধ্য রাতে বিশালের বাড়ির লোকজন জানতে পারেন, বিশালকে মারধর করে মাঠে ফেলে রেখেছে ওর তিন বন্ধু। রাতেই বাড়ির লোকজন বিশালকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে বিশালের শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাতেই কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় ভোরবেলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই মৃত্যু হয় বিশালের। বিশালের বাবা ঘটনার বিবরণ দিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। বিশালের বাবার অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমে বিশালের তিন বন্ধুকে গ্রেফতার করেছে সোনারপুর থানা পুলিশ। ঠিক কি কারনে এঘটনা জানার জন্য ধৃতদের জিঞ্জাসাবাদ করছে পুলিশ। ঘটনা শোকের ছায়া সোনারপুর পৌরসভার সুভাষপল্লী অঞ্চলে।
বিশালের বাবা সতেন্দ্র সাউ জানালেন, বিশালের স্ত্রীর বাধা না মানেই বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেড়িয়ে ছিল সে, তারপর রাতে এই খবর পায়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী তার।
স্থানীয় বাসিন্দা নান্টু মন্ডল জানালেন, রাতে কয়েকজন তাকে ডেকে জানায় বিশালকে কেউ মেরেছে মাঠে পড়ে রয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই ঘটনা।
ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু
সোনারপুরে এক বন্ধুকে মদের আসরে ডেকে এনে খুন। গ্রেপ্তার তিন।
Discussion about this post