গোসাবার শম্ভুনগর কামাখ্যাপুর এলাকায় একটি পরিবারকে পানীয় জল নিতে গেলে বাধা স্থানীয় তৃণমূল নেতার। তৃণমূল কর্মী জেলা পরিষদ উপাধ্যক্ষ অনিমেষ মন্ডলের অনুগামী হিসেবে পরিচিত। অপর তৃণমূলের গোষ্ঠী স্থানীয় বিধায়ক সুব্রত মন্ডল এর অনুগামীরা তাকে সরকারি টিউবওয়েল থেকে পানীয় জল নিতে বাধা দেয়
পানীয় জলেও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা পরিষদ অদক্ষ ও বিধায়কের গোষ্ঠীদের মধ্যে গন্ডগোলের জেরে পানীয় জল থেকে বঞ্চিত গোসাবার শম্ভুনগর কামাখ্যাপুর এলাকার এক পরিবার। গ্রীষ্মের যখন সুন্দরবন লোকসভা অঞ্চলে পানীয় জলের সংকট তখন বিধায়ক সুব্রত মন্ডল এর অনুগামীরা পানির জল নিতে বাধা দিচ্ছে জেলা পরিষদ উপাধ্যক্ষ অনিমেষ মন্ডলের অনুগামী বরুণ প্রামানিকের পরিবারকে। শুধু পানীয় জল নিতে বাধা দেওয়া নয় পাশাপাশি তাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকিও দেয় বলে অভিযোগ। এই ঘটনায় গোসাবা থানায় লিখিত অভিযোগ জানায় তারেক গায়েন।
অভিযোগকারী তারেক গায়েন জানায়, তৃণমূলের অন্য গোষ্ঠীর সমর্থন করায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে তাদের উপর এভাবেই নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাড়ির মহিলাদেরও অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকিও দেয়।
গোসাবার শম্ভুনগর কামাখ্যাপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতার বক্তব্য, পানীয় জল নিতে গেলে বাধা দেওয়া হয়েছে বলে তার জানা নেই। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিলেন তিনি।
পানীয় জলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব বলেন, গোসাবার শম্ভুনগর কামাখ্যাপুর এলাকায় পানীয় জলের সমস্যা বহু দিনের গোষ্ঠীদ্বন্দ্ব সরিয়ে রেখে অঞ্চলের মানুষের পানীয় জলের ব্যবস্থা করুক তৃণমূল।
Discussion about this post