বিগত তিন দিন ধরে উত্তরের জেলা গুলিতে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে আত্রেয়ী নদীর। যার জেরে প্রবল জলের স্রোতে ভেঙে তলিয়ে যায় আত্রেয়ীর ড্যামের বেশকিছুটা অংশ। যাকে ঘিরেই আতঙ্ক তৈরি হয়েছে আত্রেয়ীর পাড়ের বাসিন্দাদের মধ্যে।
বিগত তিন দিন ধরে উত্তরের জেলাগুলিতে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে আত্রেয়ী নদীর। যার জেরে সোমবার রাত্রি প্রায় ২টা নাগাদ প্রবল জলের স্রোতে ভেঙে তলিয়ে যায় আত্রেয়ীর ড্যামের পশ্চিম দিকের বেশকিছুটা অংশ। যাকে ঘিরেই আতঙ্ক তৈরি হয়েছে আত্রেয়ীর পাড়ের বাসিন্দাদের মধ্যে। গভীর রাতে ফের হুড়মুড়িয়ে ভাঙলো আত্রেয়ীর বাধ! আতঙ্ক বালুরঘাটের চকভৃগুতে। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের শহরের চকভৃগু এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, ড্যামের কাজ সঠিকভাবে না হবার কারনেই বারংবার ঘটছে এমন বিপত্তি। কিছুদিন আগে ওই নদীর পশ্চিম পাড়ের বাঁধের তলার মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্থ সেই অংশের কাজ শুরু না হতেই এবারে নদীর মাঝ বরাবর কংক্রিটের আস্ত ড্যামই ভেঙে তলিয়ে গিয়েছে। এইভাবে বাঁধ ভেঙে যাবার ফলে এই এলাকার বিস্তৃর্ণ অঞ্চলে রীতিমতো ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। সঠিকভাবে কাজ না হবার কারনেই বারংবার এভাবে বাধ ভেঙে আতঙ্ক তৈরি হচ্ছে বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় বাসিন্দা সুব্রত ফৌজদার বলেন, এইভাবে বাঁধ ভাঙতে থাকলে পুরো এলাকাটাই আত্রেয়ীর বুকে তলিয়ে যাবে। ঘটনা নিয়ে তারা যথেষ্টই আতঙ্কিত আত্রেয়ীর পাড়ের বাসিন্দাদের।
কলকাতায় যখন চাকরিহারারা আন্দোলন করছেন, একদিকে যখন দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারি কর্মচারীদের অন্তত বকেয়ার ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে...
Read more
Discussion about this post