সঠিক জল নিকাশি ব্যবস্থা না করে রেল প্রকল্পের কাজ করা যাবে না, তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে নতুন করে জট। সঠিক জল নিকাশি ব্যবস্থার দাবিতে তিনদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভে গ্রামের সাধারন মানুষ।
সঠিক জল নিকাশি ব্যবস্থা না করে রেলপ্রকল্পের কাজ করা যাবে না, এই দাবিতে তিনদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন গ্রামের মানুষ। অভিযোগ গ্রাম প্রতিবার বন্যার জলে ভাসে, তার উপর সরু পাইপ দিয়ে জল নিকাশি ব্যবস্থা করছে রেল, উপযুক্ত কালভার্ট ও আন্ডারপাস না করলে গোটা গ্রাম ভেসে যাবে। বর্ষায় গ্রামের কারও চাষের জমি বাঁচবে না, তাই গ্রাম বাঁচিয়ে রেল হোক, এটাই তাঁদের দাবি। প্রসঙ্গত, কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেললাইনের কাজ জোরকদমে চলছে। রেললাইনের মাটি ফেলার কাজও শুরু হয়ে গেছে। কিন্তু তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পে প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় গত তিনদিন ধরে গোঘাটের পশ্চিম অমরপুরের বাসিন্দারা কাজ বন্ধ করে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছেন প্রকল্পের এলাকা। সেখানেই ত্রিপল খাটিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন গ্রামের মহিলা পুরুষ সকলেই। রেল সমস্যা সমাধানের লিখিত আশ্বাস না দিলে তাঁদের এই অবস্থান বিক্ষোভ অনির্দিষ্টকাল চলবে বলে এলাকার মানুষের দাবি।
সঠিক জল নিকাশির দাবীতে বিক্ষোভকারীরা জানালেন, প্রতিবার বন্যার জলে ভাসে গ্রাম, তার উপর সরু পাইপ দিয়ে জল নিকাশি ব্যবস্থা করছে রেল, উপযুক্ত কালভার্ট ও আন্ডারপাস না করলে গোটা গ্রাম আবারও ভেসে যাবে। বর্ষার জলে গ্রামের কারও চাষের জমি বাঁচবে না, তাই তাঁদের দাবী গ্রাম বাঁচিয়ে হোক রেল প্রকল্প।
ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর...
Read more
Discussion about this post