পর্যটকদের কাছে সবসময় পছন্দের জায়গা উত্তরবঙ্গ। আর সেখানেই একটি বিশেষ আকর্ষণ টয় ট্রেন। কিন্তু সেই ট্রেন এখন বন্ধ। ফের কবে চালু হতে চলেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন? কবে পাহাড়ের আঁকে বাঁকে চলবে টয় ট্রেন? প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে।
এদিকে একটি আশঙ্কা জোরাল হচ্ছে। টয় ট্রেন না চালালে ইউ নেস্কোর হেরিটেজ তকমা হারাতে পারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সেই তকমা কার্যত ধরে রাখা চ্যালেঞ্জ হবে। জয় রাইড বাদ দিয়ে কবে চলবে টয় ট্রেন?
জানা যাচ্ছে, খুব শীঘ্রই চালু হতে পারে টয় ট্রেন। রেললাইন মেরামতির কাজ ইতিমধ্যএই শেষ হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, ১৫ই নভেম্বর পর্যন্ত টয় ট্রেন বাতিল থাকবে। তবে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল থেকে টয় ট্রেন চালু হওয়ার কথা। তা না হলে প্রায় ২ মাস পরে চলতে পারে এই ট্রেন। তবে দ্রুত চালু করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।
এদিকে এনজিপি থেকে দার্জিলিং, পুরো পথে টয় ট্রেন চালানোর পরিকল্পনা হচ্ছে। গত মাস থেকে টয় ট্রেনের পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠছে। লাইনে ধস থাকার কারণে তা বন্ধ হয়ে যায়। আবারও ট্রেন চালু করতে ফের বৃষ্টিতে বড়সড় ধস নামে। সেই কারণেই বন্ধ করে দেওয়া হয় পরিষেবা।
তথ্য বলছে, পুজোর মরশুমে জয় রাইডে যাত্রী হয়েছে ৫ হাজার ৭৪৪। যাত্রীদের থেকে টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে ৬৯ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা। যদি পুরো রুটে চালানো যায় টয় ট্রেন, তাহলে লাভ হবে পাহাড় পর্যটনে।
Discussion about this post