শুক্রবার হায়দরাবাদে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের ‘দিল-লুমিনাটি’ কনসার্ট রয়েছে। তার আগে তাঁকে একটি আইনি নোটিশ পাঠাল তেলেঙ্গানা সরকার। এই নোটিশে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যালকোহল, মাদক এবং সহিংসতা প্রচার করে এমন কোনও গান এই কনসার্টে গাইতে পারবেন না তিনি।লাইভ শোতে এই ধরনের গান না গাইতে দেওয়ার জন্য দোসাঞ্জের বিরুদ্ধে চণ্ডীগড়ের এক অধ্যাপক পণ্ডিতরাও ধরেনভারের অভিযোগ দায়ের করার পরেই এই নোটিশ জারি করা হয়। অধ্যাপকের অভিযোগ ছিল, “পাঞ্জাবি পপস্টারের লাইভ শোয়ের গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।” শুধু তাই নয় এই অভিযোগ পত্রে সঙ্গে একটি ভিডিয়োও জুড়ে দেন তিনি। সেই ভিডিয়োয় নাকি দেখা গিয়েছে গায়ক মাদক এবং হিংসার প্রচার করছেন। অক্টোবর মাসের ভিডিয়ো ছিল সেটি। তাঁর বিরুদ্ধে জারি হওয়া আইনি নোটিসে উল্লেখ করা হয়েছে, “শো চলাকালীন দিলজিৎ যেন কোনওভাবেই শিশু বা ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন। কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো দুটোই ওই বয়সের যে কোনও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ।” উল্লেখ্য, তরুণ প্রজন্মের সংগীতজগতের অন্যতম ‘আইকন’ দিলজিৎ দোসাঞ্ঝ। দেশ-বিদেশ যেখানেই তিনি অনুষ্ঠান করুন না কেন, ভক্তদের ভিড় লেগেই থাকে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামেও সেই দৃশ্য ধরা পড়েছিল। পাঞ্জাবের এই তারকা শিল্পীর বিরুদ্ধে প্রায়ই ‘গান কালচার’ অর্থাৎ বন্দুকের ব্যবহারকে প্রচার করার অভিযোগ ওঠে। শুক্রবার তাঁর হায়দ্রাবাদে সন্ধ্যা ৭টা থেকে শো আছে। প্রায় ২০ হাজারের উপরে দর্শক হতে পারে বলে আন্দাজ। ট্রাফিক, ভিড় ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলায় জনসংখ্যার বিপজ্জনকভাবে রূপান্তর হচ্ছে। দশ বছরে ৪৬টি বিধানসভা এলাকায় ভোটার সংখ্যা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। এর মধ্যে ৭টি আসনে...
Read more
Discussion about this post