বিচারপতি সঞ্জীব খান্নাই হতে চলেছেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি। আগামী ১০ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবসর নিচ্ছেন। তাঁর পদে পরবর্তী দায়িত্ব নিতে চলছেন বিচারপতি সঞ্জীব খান্না। বৃহস্পতিবার তাঁর নিয়োগ অনুমোদিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১ নভেম্বর ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন সঞ্জীব খান্না। আগামী মাসেই তিনি শপথ নিতে চলেছেন।বিচারপতি সঞ্জীব খান্না বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রায়ের অংশ ছিলেন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প মামলায় তিনি বেঞ্চের অংশ ছিলেন। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লির আবগারি নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। এছাড়া তিনি সাংবিধানিক বেঞ্চেরও অংশ ছিলেন। ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত হন। ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কিত মামলাতেও রায় দিয়েছিলেন তিনি। অনুচ্ছেদ ৩৭০ বাতিল এবং নির্বাচনী বন্ড মামলা-সহ সাংবিধানিক বেঞ্চে হওয়া একাধিক মামলার রায়েও অবদান রয়েছে তাঁর।প্রাথমিকভাবে দিল্লির তিস হাজারি কমপ্লেক্সের জেলা আদালত, পরে দিল্লি হাইকোর্ট এবং ট্রাইব্যুনালগুলিতে সাংবিধানিক আইন, প্রত্যক্ষ কর ব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে প্র্যাকটিস করেন। বাণিজ্যিক আইন, কোম্পানি আইন, ভূমি আইন, পরিবেশ আইন এবং চিকিৎসা অবহেলায় তাঁর কাজ উল্লেখযোগ্য। এবিষয়ে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, ‘ভারতের সংবিধানে দেওয়া ক্ষমতা প্রয়োগে, মাননীয় রাষ্ট্রপতির সাথে পরামর্শের পর বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে আমি আনন্দিত’।
তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশানাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসাবে বেছে নিয়েছেন। দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে...
Read more
Discussion about this post