:: ম্যাচ শুরু ৩ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখলেন ব্রাজিলের এক ফুটবলার .বিপক্ষ দলের ফুটবলারকে কনুই মারেন তিনি। রাফা সিলফা নামের সেই ফুটবলার কে বার করে দেন রেফারি। সিলভার দল ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়ে দেয় অ্যাথলেটিকো প্যারানেন্স। কিক অফ হওয়ার সঙ্গে সঙ্গে সিলভা অ্যাটলেটিকোর কাইকি রোচাকে ঘাড়ে কনুই দিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন। সে কারণে লাল কার্ড দেখানো হয়েছিল সিলভাকে। তখন ম্যাচের বয়স ৩ সেকেন্ড। এর আগে ২০০৭ সালে শেফিল্ড ইউনাইটেডের কেইথ গিলেসপি শূন্য সেকেন্ডে লাল কার্ড দেখেছিলেন। দ্বিতীয়ার্ধে তাকে নামানো সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার আগেই লাল কার্ড দেখেছিলেন। বিরতির পর খেলা শুরু হওয়ার ঠিক আগে রিডিং এর স্টিফেন হান্ট কে কনুই দিয়ে মারেন। একবার নয় দুইবার। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান রেফারি। যেহেতু তখনও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়নি শুরু হয়নি তাই শূন্য সেকেন্ডে লাল কার্ড দেখার লজ্জার রেকর্ড তাঁর দখলে। ২০০০ সালে সোয়ান্সি বনাম ডার্লিংটনের ম্যাচেও ওয়াল্টার বয়েঢ বিপক্ষে ফুটবলারকে কনুই মেরে লাল কার্ড দেখেছিলেন খেলা শুরু হওয়ার আগেই। ২০০০ সালে লি টড নামের এক ফুটবলার ২ সেকেন্ডে লাল কার্ড দেখেছিলেন ক্রস ফার্ম পার্কের হয়ে খেলছিলেন তিনি। টনটন রিচ ওয়ান্ডার্স এর বিরুদ্ধে ম্যাচ ছিল। রেফারি তার কানের কাছে বাঁশি বাজিয়েছেন বলে অভিযোগ করেছিলেন টড। তাই তিনি রেফারিকে কটুক্তি করেছিলেন। ম্যাচ শুরুর ২ সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখতে হয় টড কে। ২০১৩ সালের ৩ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন সার্চ জিহৌয়া। তিনি মাঠে নেমেই হাত ছুঁড়েছিলেন বিপক্ষ ফুটবলের মুখে ।গ্রিস ফুটবলের দ্বিতীয় ডিভিশনের ফুটবলে এই ঘটনা ঘটেছিল।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post