প্রচন্ড দাবদাহের মধ্যে পুড়ছে দক্ষিণবঙ্গ। এই আবহে আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে হতে পারে স্বস্তির বৃষ্টি। তবে সেই সঙ্গে আশঙ্কার বার্তাও দিয়েছে হাওয়া অফিস। সুন্দরবন অঞ্চলে টর্নেডোর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন সুন্দরবন অঞ্চলের মানুষ।তীব্র তাপপ্রবাহের মাঝে রবিবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার আবহাওয়ায় বদল এসেছে। মেঘে মেঘে আকাশ ঢেকে থাকার পাশাপাশি বইছে দমকা বাতাস। কমেছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার জেলাজুড়ে বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস পূর্বাভাসে আরও জানিয়েছে, সুন্দরবন এলাকায় টর্নেডো হতে পারে। এদিন নদী ও সমুদ্র উত্তাল হতে পারে। আয়লা, আমফানে বাংলার সুন্দরবন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার টর্নেডোর আশঙ্কায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন দ্বীপবাসী। ইতিমধ্যে মতস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি স্থানীয় নদী, খাঁড়িতেও মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।
তবে শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, সোমবার ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। শুধু তাই নয়, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে। গরমে থেকে উত্তরবঙ্গের মানুষও স্বস্তি পাবেন বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমের পর মঙ্গলেও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ১০০ মিলিমিটার এর বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। যার গতিবেগ হতে পারে ঘন্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে সার্বিকভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
Discussion about this post