যার এজলাসে নিয়োগদুর্নীতির মামলা ঘিরে নতুন করে আলোরণ সৃষ্টি হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার কাছ থেকেই আইনি পরামর্শের জন্য তার সঙ্গে দেখা করলেন দশ জন চাকরিহারা শিক্ষক ৷ এরপর চাকরিহারাদের নিয়ে এসএসসি দফতরে যান তিনি ৷
উল্লেখ্য মঙ্গলবার চাকরিহারা শিক্ষকের একাংশের সঙ্গে বৈঠকে বসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৈঠকে তিনি জানান, চাকরিহারাদের মধ্যে যোগ্য ও অযোগ্য শিক্ষক দের আলাদা করে চিহ্নিত করা সম্ভব। যোগ্য-অযোগ্যর তালিকা তৈরি করার পরিকল্পনা ব্যক্ত করলেন, প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়
পাশাপাশি, বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খোলখুলি আলোচনা করলেন চাকরিহারা শিক্ষককেরা উপস্থিত চাকরিহারা প্রার্থীরা কী বলছেন শুনুন
অন্যদিকে,অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন, “মুখ্যমন্ত্রীর একটা পরিকল্পনা ছিল যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে গুলিয়ে দিলে আদালত বলবে যে এদের আর আলাদা করা যাচ্ছে না তাই সকলের চাকরি থাকবে ৷ কিন্তু, তিনি যখন দেখলেন আদালত অন্য পথে হাটছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন ৷ কিন্তু, তিনি এটা জানেন না যে, সেই অর্ডার হচ্ছে একটা অন্তরবর্তী আদেশ ৷ যার চূড়ান্ত রায় ঘোষণা হয় পরবর্তীকালে ৷”
প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরের মঞ্চে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের দাবি পড়ে শুনিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের বড় অংশ। সেখানেও তাঁরা জানিয়েছিলেন, তাঁরা দক্ষ আইনজীবীর অভাব বোধ করছেন। তাই তাঁদের এক জন দক্ষ আইনজীবীর ব্যবস্থা করে দেওয়া হোক। সেই আবহেই এ বার আইনি পরামর্শ নিতে প্রাক্তন বিচারপতি অভিজিতের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন চাকরিহারাদের একাংশ। কারণ, ২০২১ সালে হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর এজলাসেই প্রথম উঠেছিল এই মামলা। তাই চাকরিহারাদের বিশ্বাস, এই জটিল পরিস্থিতে কী ভাবে পরিকল্পনা করে নিজেদের সমস্যার সঠিক সমাধান করা যায় তার হদিশ দিতে পারবেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Discussion about this post