আবারও মার্কিন মসনদে ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ দিন ম্যাজিক সংখ্যা পার করতেই ডোনাল্ড ট্রাম্প বিজয়ী ভাষণ দেন। স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলেকে পাশে নিয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন ডোনাল্ড ট্রাম্প। জয়ের জন্য ধন্যবাদ জানান স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে। তাঁকে জড়িয়ে ধরে, চুমু খান। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কনভেনশন সেন্টারে বক্তব্য দেন। তিনি তার স্ত্রীর লেখা বইয়ের প্রশংসা করেন। বইটিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া এক নম্বর বই বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘ও দারুণ একটা কাজ করেছে।’ ট্রাম্প আরও বলেন, মানুষকে সহায়তার জন্য মেলানিয়া অনেক পরিশ্রম করেন। মঞ্চে একে একে ডাকা হয় ট্রাম্পের সন্তানকে। পরে ট্রাম্প স্ত্রীর পাশাপাশি সন্তানদেরও ধন্যবাদ জানান। কিন্তু এমন মধুর মিলন দৃশ্য মাস কয়েক আগেও ছিল না। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্কের পর ঘুষ দিতে তাঁকে বিষয়টি গোপন করতে চাপ দেওয়ার অভিযোগে গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় নিউ ইয়র্কের আদালত। সেসময় স্বামীর পাশে মোটেই ছিলেন না মেলানিয়া। এমনকী একসঙ্গে থাকছিলেনও না। ছেলে ব্যারনের সঙ্গে পাম বিচের বাসভবনে থাকছিলেন। মন দিয়েছিলেন পড়াশোনায়। বইও লিখে ফেলেছিলেন আমেরিকার ভাবী ফার্স্ট লেডি। এদিনের বিজয় ভাষণে ‘টপ সেলার’ সেই বইয়ের প্রশংসা করতে গিয়েই আদরভরা চুমু এঁকে দিলেন স্ত্রীর গালে।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি শেখ হাসিনা পরবর্তী সময়ে দেশের শাসনভার হাতে নিয়েছিলেন। যদিও কয়েকঘন্টার সেই শাসনকাল এখন রাজনৈতিক আলোচনার...
Read more
Discussion about this post