শেখ হাসিনা সরকারের পতনের পূর্ণ কৃতিত্ব ছাত্রদেরই দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। ছাত্রদের সঙ্গে বৈঠকের পরে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘ছাত্র আন্দোলনের জন্যই যে হাসিনা সরকারের পতন হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।’’ পরে ইউনূস ওই সাংবাদিক বৈঠকেই হাসিনাকে ‘দানবী’ বলেও অভিহিত করেন। ইউনূস বলেছিলেন, ‘‘আমি ছাত্রদের বলেছি, আপনাদের সম্মান করি। আপনাদের ভূমিকায় আমি মুগ্ধ। আপনারা যা করেছেন, তা তুলনাহীন। আর আপনারা আমাকে নির্দেশ দিয়েছেন বলেই এই দায়িত্ব আমি গ্রহণ করেছি।’’ এরপরেই ইউনূস বলেন, ‘‘অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসেছে। দানবী বিদায় নিয়েছে দেশ থেকে।’’ এই ঘটনার তিন মাস অতিক্রান্ত। এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বলছে বিদায় ঘন্টা বেচে গিয়েছে ইউনুস সরকারের। তার কারণটা হলো বাংলাদেশের একাধিক ভয়ংকর পরিস্থিতি। যে প্রশ্নটা এর আগেও একাধিকবার উঠেছে তা হলো বর্তমান সরকারের প্রায় তিন মাস কাটার পরও কবে নির্বাচন হবে বাংলাদেশে? এই বিষয় সম্প্রতি এক আলোচনা সভায় শফিকুল আলম বলেন, “আগামী ৩১ ডিসেম্বর সংস্কার কমিশনগুলি প্রতিবেদন জমা দেবে। এরপরে আমরা সবাই মিলে আলোচনা করব। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে।” এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “প্রথম ধাপে এনডিএমের দেওয়া ৯টি সংস্কার খুবই জরুরি। এনডিএমের কোনও অঙ্গ প্রত্যঙ্গ কখনও ফ্যাসিজম হবে না। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি।” বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “সংগ্রাম এখনও শেষ হয়নি। রাষ্ট্র সংস্কার হওয়ার পরও সংগ্রাম চালিয়ে যেতে হবে। যেন ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে। রাজনীতি নষ্ট করেছে জাতীয় পার্টি। নেতাদের বিক্রি করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনওভাবেই সুযোগ দেওয়া যাবে না।” তবে কবে ইউনুস সরকার বিদায় নেবে? এই প্রশ্ন তাকে সরাসরি করা হলে খোদ অন্তর্বর্তীকালীন সরকারই জানিয়ে দেন ‘এই বিষয়টা আপনাদের ওপরে। আপনারা কবে আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমরা নিজে নিজে বাসায় আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আন্দোলনে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব’।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post