শান্ত বাংলাদেশ ফের অশান্ত হয়ে উঠেছে। রবিবার সকাল থেকে ফের শুরু হয়েছে রক্তঝরা। মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। বৃহস্পতিবারও উত্তাল বাংলাদেশ। দিকে দিকে হিংসার ছবি ধরা পড়ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে কি শান্তি ফিরবে পড়শি রাষ্ট্রে? সেদিকেই নজর রয়েছে সকলের। তবে, ওপারের অশান্তির আঁচ এসে পড়েছে এপারেও। ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ডের বাংলাদেশের বেনাপোল গেটে আঁকা শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়া হলো। বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে বাংলাদেশি পিলারে সাদা রং দিয়ে মুছে দেওয়া হলো বঙ্গবন্ধুর ছবি।
বাংলাদেশ সৃষ্টির অন্যতম নায়ক মুজিবর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় বন্দর এলাকার বাঙালীদের বক্তব্য, মুজিবর রহমানের ছবি দেওয়াল থেকে মুছে দেওয়া যেতে পারে, কিন্তু বাঙালির মন থেকে কখনোই মোছা যাবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারে! তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু সেই তালিকায় নেই কোনও সংখ্যালঘু, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে
Discussion about this post