বিএসএনএলের দুর্দান্ত অফার! একবার রিচার্জ করুন জমিয়ে কথা বলুন
বরাবরই সস্তায় রিচার্জ প্ল্যানের জন্য গ্রাহকদের মনে জায়গা করে এসেছে রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। সব ধরণের গ্রাহকদের কথা মাথায় রেখেই সস্তায় নিত্যনতুন রিচার্জ প্ল্যান এনে চমক দেয় বিএসএনএল। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এবার মাত্র ১১৯৮ টাকার রিচার্জে ভয়েস কল, ডেটা এবং এসএমএসের সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা।
সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, বিএসএনইল খুব শীঘ্রই সারা দেশে নতুন ৪জি পরিষেবা আনতে চলেছে গ্রাহকদের জন্য। ইতিমধ্যেই বেশ কিছু টেলিকম সার্কেলে এই ৪জি পরিষেবা চালুও করেছে বিএসএনএল।
মনে করা হচ্ছে, এই বছরের শেষের মধ্যেই এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা সারা দেশে তাদের ৪জি নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। নেট ওয়ার্ক উন্নত করার পাশাপাশি অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থা গুলোর সঙ্গে জোরকদমে পাল্লা দিচ্ছে বিএসএএল।
অন্যদিকে, টেলিকম অপারেটরগুলি যখন রিচার্জের দাম বাড়িয়ে দেয়, সেই সময় থেকে হু হু করে বাড়তে থাকে বিএসএনএলের গ্রাহক সংখ্যা। কারণ বিইসএনএল অনেকটা কম খরচেই গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে। ১ বছরের মেয়াদ-সহ বিএসএনএলের একটি দারুণ রিচার্জ প্ল্যান আছে যা অন্য সমস্ত টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের থেকে সস্তায় পাবেন গ্রাহকরা। খরচ হবে মাত্র ১১৯৮ টাকা, মেয়াদ থাকবে ৩৬৫ দিন। আরও কী কী সুবিধে পাবেন গ্রাহকদের এই রিচার্জ প্ল্যানে? জেনে নিন।
নয়া এই ১১৯৮ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩০০ মিনিট ভয়েস কল, প্রতি মাসে ৩০টি করে এসএমএসের সুবিধা এবং সারা বছরের জন্য ৩৬ জিবি ডেটা। এটি মূলত একটি ভ্যালিডিটি প্ল্যান, যার গোটা বছর অর্থাৎ মেয়াদ ৩৬৫ দিন।
এক বছরের মেয়াদের এই প্ল্যানটিই সবথেকে সস্তায় পাবেন গ্রাহকরা। তবে এতেই শেষ নয়, ৩৬৫ দিনের মেয়াদ দেবে এমন আরও দুটি রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএলের। যাতে আরো বেশি বেনিফিট পাবেন গ্রাহকরা। এর মধ্যে রয়েছে ১৯৯৯ টাকার এবং ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান।
বিএসএনএলের ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। থাকবে ৬০০ জিবি ডেটা এবং প্রতি দিনে ১০০টি করে এসএমএস করার সুবিধে। আর অন্যদিকে ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পাবেন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০টি করে এসএমএসের সুবিধা। এই দুটি প্ল্যানেরও মেয়াদ রয়েছে ৩৬৫ দিন অর্থাৎ গোটা একটা বছর। এখন দেখার বিষয়, বিএসএনএল গ্রাহকদের কতটা সন্তুষ্ট করতে পারে।
Discussion about this post