নৈহাটি উপনির্বাচনের আগের দিন অর্জুনকে সিআইডি তলব। ১২ নভেম্বর ভবানীভবনে বিজেপি নেতা অর্জুন সিংহকে তলব। ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আগামী ১২ নভেম্বর তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। ২০২০ সালের একটি তছরুপের মামলায় অর্জুনকে ডাকা হয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এরই তদন্তে অর্জুনকে সিআইডির তরফে তলব করা হয়েছে বলেই খবর। কেন চার বছর পর অর্জুন সিংকে ডাকল সিআইডি? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।নামপ্রকাশে অনিচ্ছুক সিআইডি-র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘আমরা এই ঘটনার তদন্তে নেমেছিলাম। আমাদের এর আগেও মনে হয়েছিল যে অর্জুন সিংহের সঙ্গে এই বিষয়ে একবার কথা বলা প্রয়োজন। ফলে সিআইডি’র তরফ থেকে তাঁকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। বলা হয়, তিনি যেন ভবানী ভবনে এসে সিআইডি আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। তবে তিনি একবারও সিআইডি সমনে সাড়া দেননি ৷’’ এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘দুধ দিয়ে কয়লা ধুলেও তার রঙের বদল হয় না, কুকুরের লেজ সোজা হয় না। কোর্টে যতই ধাক্কা খাক না কেন! মিডিয়ার যতই সমালোচনা হোক না কেন মমতার পুলিশের হুঁশ ফেরে না। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যিনি জিডি, এফআইআরের সময় ওলটপালট করে ফেলেছিলেন তারপরেও শিক্ষা হয়নি পুলিশের।’ চলতি মাসের ১৩ তারিখ বারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটি বিধানসভার উপনির্বাচন। এর ঠিক আগের দিন তলব করা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন অর্জুন সিং। তিনি বলেন, “ভোটের আগের দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ডাকা হয়েছে। তৃণমূলে থাকলেই গুড বয়, আর বিজেপি করলে ওদের চোখে ব্যাড বয়।”
শীতের আমেজ বহাল থাকলেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেল। হাওয়া অফিস আগেই জানিয়েছিল সপ্তাহান্তে আবার উষ্ণতা বাড়বে, তেমন ভাবেই আজ সকাল...
Read more
Discussion about this post