ইভান তুকোমানোভিচ সিমান গ্রেসন , আন্তোনিও লোপেজ হাভাসের কাশী,আগেই জানিয়ে দিয়েছে। আরো বেশ কয়েকজন কোচের সঙ্গে কথা বললেও এখনো ফাইনাল হয়নি কিছুই। এছাড়াও আলবার্তো রোকার নাম উঠে এসেছে। শোনা যাচ্ছে নাম ও ভাসছে ময়দানে । হাবাস কে ছাড়বে না ইন্টার বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোর নাম। বাংলাদেশ ফুটবলে অস্কার ব্রুজো বেশ সাফল্য পেয়েছেন ।তাকেই আনার চেষ্টায় এখন ইস্টবেঙ্গল ।সব ঠিকঠাক চললে চলতি সপ্তাহে হয়তো যুক্তি পাকা হয়ে যেতে পারে। পাশাপাশি দিমাস দেলগাদো কার্লোস জিমিনেজদের সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলতে পারে কর্তারা। আই এস এলে পরপর তিনটি ম্যাচ হারের পর কোচ কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করেছেন। সমর্থকদের কাছে একসময় তিনি ছিলেন ম্যাজিশিয়ান। সাফল্য দিতে না পারায় তিনি এখন ভিলেন । বিনো জর্জ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাচ্ছেন। হেড কোচ নিয়োগে বেশি দেরি করতে চায়না ইস্ট বেঙ্গল। যে কারণে পাকাপাকিভাবে কার্লোসের ফেলে যাওয়া হট সিট পূরণের খোঁজে নেমে পড়েছে টিম। এরমধ্যে শনিবার জামশেদপুরের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ। জামশেদপুরের কোচ খালিদ জামিল। অতীতে ইস্টবেঙ্গলের তিনি কোচিং করিয়েছেন। ফলে লাল হলুদ এর প্রাক্তন হেড স্যার জামশেদপুরের হয়ে কোন কৌশল ব্যবহার করেন সেদিকে বিশেষ নজর থাকবে
বাংলাদেশকে চাপ দিতে শুরু করেছে ভারত। বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা ভারতের। ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মায়ানমারের মত...
Read more
Discussion about this post